ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মোংলা সাবেক পৌর মেয়র জুলফিাকার আলীসহ ২২ জনের বিরুদ্ধে মামলা


এম এস রহমান  photo এম এস রহমান
প্রকাশিত: ২২-৫-২০২৫ বিকাল ৫:৩২

মোংলায় পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপাররেটর এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জুলফিাকার আলীসহ স্থানীয়  ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এনসিপি’র শ্রমিক সংগঠনের পক্ষে মোঃ তিতুমীর চোকদার বাদী হয়ে মঙ্গলবার রাতে মোংলা থানায় এ মামলা দায়ের করেন। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এনিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। এদিকে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া এ মামলা নিয়ে মোংলা বন্দরে শ্রমিকদের ভিতরে উত্তাপ-উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

মামলার বাদী মোঃ তিতুমীর চোকদার সহ  উপস্থিত শ্রমিকরা বলেন  বিগত আ’লীগ শাসন আমলে আ'লীগের দোসর হয়ে মোংলা বন্দর নিয়ন্ত্রণ করেছেন নিজ অর্থায়নে শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য স্থাপনা করেন। শেখ পরিবারের অংশ হয়ে বিগত দিন রাজত্ব করেছেন। স্বৈরশাসক পুনরুদ্ধার করতে ৫ই আগস্টের ছাত্র, জনতা ,আন্দোলনের পরে দখলে নিয়ে নেন বিএনপি'র মহানগর আহ্বায়ক ,নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে শ্রমিক সংঘের অফিস 
 তালা মেরে দেন। শ্রমিক সংঘের অফিস কক্ষে বন্ধ করে দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে নেন তারা, 
গত ঈদুল ফিতরে (শ্রমিক কল্যাণ ফান্ড) থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। সেখান থেকে সামান্য কিছু চাল, ডাল, সেমাই, চিনি, (ঈদ সামগ্রীর) নামে শ্রমিকের সাথে প্রতারণা করেছেন বলে জানিয়েছেন। তিনি আরো বলেন তিনি যে আ'লীগ করেছেন এবং কতটা ঘনিষ্ঠ ছিল তা শুধু আমি একা মুখে বললেই হবে না আপনারা দেখেন অনেক  পত্র-পত্রিকা থেকে শুরু করে অনেক ছবি তার প্রমাণ দেয় না? 

এজাহারে উল্লেখ করেন-
মোংলা বন্দর শ্রমিক সংগঠন আ’লীগের কর্তাব্যক্তিরা নিয়ন্ত্রনে রেখে সাধারণ শ্রমিকদের স্বার্থ পরিপন্থী কর্মকান্ড চালায়। ছাত্র-জনতার অভুত্থানের পর বিএনপি নেতা জুলফিকার আলী তার নিয়ন্ত্রনে নেয় ও তার অনুসারীদের দিয়ে শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং কর্তৃত্ব পরিচালনা শুরু করে। এ অবস্থায় এনসিপি’র শ্রমিক সংগঠনের নেতৃত্বে সাধারণ শ্রমিকরা গত ২৯ এপ্রিল (শ্রমিক সংঘ) সংগঠন চত্বরে তলবী সভা আহবান করে। আগের দিন দুপুরে (২৮এপ্রিল) সভার মঞ্চ ও ডেকারেশন তৈরির প্রস্তুতি গ্রহনকালে বিএনপির নেতৃতাধীন শ্রমিকরা এনসিপি সমর্থিত শ্রমিকদের উপর হামলা, মারধর ও সভার মঞ্চ এবং  ডেকারেশন ভাংচুর করে।  এনিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ২৯ এপ্রিল বিকেলে নির্ধারিত সময় এনসিপি সমর্থিত শ্রমিকরা সমাবেশের প্রস্তুতি নিলে একই স্থানে সমাবেশের ডাক দেয় বিএনপি সমর্থিত শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে মোংলা পৌর শহর জুড়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়। এ পরিস্থিতিতে এনসিপি সমর্থিত শ্রমিকরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে অনড় থাকে এবং ওই দিন বিকেলে এনসিপি’র শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় একাধিক নেতাসহ তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকরা মিছিল নিয়ে শ্রমিক সংঘ চত্বরে এগিয়ে গেলে হামলার শিকার হন। আর এতে একাধিক শ্রমিক আহত হয়। এ নিয়ে তখন মোংলা থানায়  অভিযোগ দায়ের করলেও কোন মামলা নেননি। 
এ ঘটনার পর ২০/০৫/২০২৫ইং প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার রাতে এনসিপি’র শ্রমিক উইংয়ের নেতা মোঃ তিতুমীর চোকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বাদীর অভিযোগ- তাকেসহ এনসিপির শ্রমিক উইং কেন্দ্রীয় নেতাদের উপর হামলা, মারধরসহ তাদের নারী নেত্রী রিয়া পারভীনকে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানী করা হয়। এ মামলায় মোংলা পৌর বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ও বন্দর বার্থ শিপ অপাররেটর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জুলফিাকার আলী ও সাবেক পৌর কাউন্সিলর যুবদল নেতাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ২২ নেতা-কর্মীকে আসামি করা হয়।  

এদিকে মঙ্গলবার রাতে দায়ের হওয়া এ মামলার প্রতিবাদের বুধবার দুপুরে মোংলা প্রেস ক্লাবে জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌর বিএনপি। এ সময় লিখিত বক্তব্যে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এমরান হোসেন অভিযোগ করে বলেন, বিএনপির জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত এ মামলায় দায়ের করা হয়েছে। দ্রুত এ মামলা প্রত্যাহার করা না হলে স্থানীয় বিএনপি কঠোর আন্দোলনে যাবে বলেও হুশিয়ারি দেয়া হয়। অপরদিকে এ মামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে  শহরের উত্তাপ ও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।

এমএসএম / এমএসএম

লাকসামে লুটপাট-সহিংসতার জুলুম নির্যাতনের বিপক্ষে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

নরসিংদীর শিবপুরে অফিস সহকারীর বাসা থেকে ৫২ লাখ টাকা উদ্ধার

অনলাইন প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, খালাস-২

দুমকীতে মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

টাকার অভাবে অপারেশন করতে পারছেন না ঠাকুরগাঁওয়ের আখতারী বেগম: সহায়তার আবেদন

ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হকের ইন্তেকাল

রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শালিখায় ২৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনায় হাতুড়ে চিকিৎসায় শিশুর মৃত্যু, অভিযানে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

মেহেরপুরের সন্তান ইমরান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপ-কমিটির সদস্য