ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

হ্যাকার নিজেই রাজউকের সার্ভারে ঢুকে ভবনের অনুমোদন করিয়ে নিয়েছে


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৩-৫-২০২৫ রাত ১১:৪৪

হ্যাকার বা অনুপ্রবেশকারীরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদনের সার্ভারে (ইসিপিএস) ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এর ফলে ঝুঁকিতে পড়ে যায় রাজউকের সম্পূর্ণ প্ল্যান অনুমোদন প্রক্রিয়া। কিছু সময়ের জন্য সম্পূর্ণ রূপে থমকে ছিল ভবন অনুমোদনের কাজ। রাজউকের অভ্যন্তরীণ প্ল্যান অনুমোদনের কাজও আটকে ছিল। এ সুযোগে অনুপ্রবেশকারীরা সিস্টেমে ঢুকে বেশ কয়েকটি ভবনের অনুমোদন কার্যক্রম পরিচালনা করে। গত ১৯ মে ইসিপিএস সার্ভারে অনুপ্রবেশ করে মাত্র ১৭ মিনিটে একটি ভবনের অনুমোদন পাশের ঘটনাটি পরে নজরে আসে রাজউকের। জলাভূমি ও হাইট রেস্ট্রিকশন থাকা ভূমিতে ১৫ তলা বিশিষ্ট ১৮৫ ইউনিটের এই সুউচ্চ ভবনটির নকশা সকল বিধিকে পাশ কাটিয়ে সম্পূর্ণ অবৈধভাবে পাশ করিয়ে নেয় হ্যাকার বা অনুপ্রবেশকারীরা। রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আব্দুল্লাহ আল মারুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তীতে রাজউক ওই ঘটনা জানতে পারার পর প্রাথমিক তদন্তে একই উপায়ে আরও তিনটি ভবনের নকশা অনুমোদন শেষ পর্যায়ে প্রক্রিয়াধীন অবস্থায় পায়। তাৎক্ষণিক সার্ভারটি বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, রাজউকের পক্ষ থেকে মতিঝিল থানায় সেদিনই একটি জিডি দায়ের করা হয়। উক্ত পাশকৃত নকশার সূত্র ধরে রাবেয়া বারী নামক এক প্রকৌশলীর সন্ধান পায় রাজউক, যার স্বাক্ষর নকশাগুলোতে পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মতিঝিলের নীল নকশা নামক একটি কম্পিউটারের দোকানের এবং সেখানকার এক কর্মচারী স্বপনের নাম। এরই পরিপ্রেক্ষিতে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় মতিঝিলের নীল নকশা নামক দোকানটিতে। মোবাইল কোর্ট পরিচালনাকালে দোকানটির সঙ্গে অননুমোদিত নকশা অনুমোদনের সম্পৃক্ততা পাওয়া যায়। একইসঙ্গে দোকানটির মালিক এনামুলের ক্রেডিট কার্ড ব্যবহার করে রাজউকের নির্ধারিত ফি পরিশোধের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া দোকানের কয়েকটি কম্পিউটারে অবৈধ ভবনগুলোর নকশা পাওয়া যায়। যা থেকে দোকানের মালিক এনামুল ও কর্মচারী স্বপনের সম্পৃক্ততা পাওয়া গেছে। রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আব্দুল্লাহ আল মারুফ বলেন, মোবাইল কোর্ট চলাকালীন তাদের কাউকেই পাওয়া না যাওয়ায় সংশ্লিষ্ট অন্য কর্মচারীদের পুলিশের আওতায় নেওয়া হয়। এ ঘটনায় রাজউকের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করার প্রস্তুতি চলছে। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা খুবই অনভিপ্রেত। কঠোর তদন্ত করে এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নিবে রাজউক। ইতিমধ্যে অবৈধভাবে অনুমোদন নেওয়া ভবনটির নকশা বাতিল করে মালিকপক্ষকে চিঠি প্রদান করা হয়েছে এবং এ ব্যাপারে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

এমএসএম / Aminur

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

আড়াইহাজারে বিএনপি'র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা

ডেমরায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি