মেহেরপুর জেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইউনিয়ন বিএনপি সম্মেলন কে কেন্দ্র করে গতকাল মেহেরপুর জেলার আহবায়ক কমিটির ও আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতাকর্মীদের মধ্যে ইউনিয়ন বিএনপি সম্মেলন কে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন পক্ষের অনেক নেতাকর্মী আহত হয়ে মেহেরপুর ২৫০শো শ্যাস বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের মধ্যে হলেন - মিজান মেনন, চঞ্চল, মুকুল, শাকিল, শহিদুল, মিন্টু, সানোয়ার হোসেন সহ আরো অনেক নেতাকর্মী এবং আহতদের মধ্যে মুকুল ও তোহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমঝুপি ইউনিয়নের দ্বীবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল কিন্তু সম্মেলন শুরু হওয়ার আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ডিবি সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে।
অপরদিকে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতাকর্মীরা মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এবং দুই জেলার মধ্যে যান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে উল্লেখ করা হয় তাদের বেশ কিছু নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। পরে নেতাকর্মীদের ছেড়ে দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল শুরু হয় দুই জেলার মধ্যে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেছি বর্তমানে পরিস্থিতি অনেক শান্ত রয়েছে এবং বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে।
মেহেরপুর জেলা বিএনপির কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান জানান আজ আমঝুপি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আমরা গাড়ি বহর নিয়ে আসলে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতা কর্মীরা আমাদের উপর হামলা চালায় ও আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে এবং আমার গাড়ি ভাঙচুর করা হয়।
অপরদিকে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, মেহেরপুর জেলা বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন সম্মেলন হচ্ছে না এই কারণে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হয়। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমি শুনেছি। আমরা চাই মেহেরপুর জেলা বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী আমার ইউনিয়নসহ মেহেরপুর জেলাতে কমিটি করা হোক।
এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক
