বিচারের দাবিতে নেতা-কর্মীদের বিক্ষোভ
অভয়নগরে কৃষকদল সভাপতি তরিকুল হত্যায় পুলিশ হেফাজতে-৩
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি মো: তরিকুল ইসলাম (৫০) হত্যার ঘটনায় তিন যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে সুন্দলী ইউনিয়নের ডগরমশিয়াহাটী গ্রাম থেকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।শুক্রবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামে বেড়েধা এলাকায় পিন্টু বিশ্বাসের বাড়ি থেকে কৃষকদল সভাপতি তরিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, মৎস্যঘের চুক্তি সংক্রান্ত বিরোধের জেরে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর রাতে বেড়েধা এলাকার প্রায় ২০টির অধিক বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। নিহতের বড়ভাই জাতীয়তাবাদী শ্রমিকদল নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক মো: রফিকুজ্জামান বলেন, ‘বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। মাথায় গুলি করার পর কুপিয়ে তার একটি হাত বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর মাথায় ইট দিয়েও আঘাত করা হয়েছে। নির্মম নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে।’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম আরো জানান, ‘সন্দেহভাজন দুই যুবক সহ পরে আরো একজন মোট ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ডহরমশিয়াহাটী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তরিকুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।
অন্যদিকে আজ (২৪মে) শনিবার বেলা ১২টায় কৃষকদল সভাপতি তরিকুল হত্যার বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে অভয়নগর থানা বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা -কর্মীরা যেখানে উপস্থিত ছিলেন কৃষকদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় বিক্ষোভ মিছিলটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে অভয়নগর থানা চত্বরে সমাপনী বক্তব্য দিয়ে পরে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। এ সময় বক্তারা তাদের বক্তব্যে আসামিদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বচ্চ শাস্তির দাবি করেন।
এমএসএম / এমএসএম
প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
Link Copied