ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিচারের দাবিতে নেতা-কর্মীদের বিক্ষোভ

অভয়নগরে কৃষকদল সভাপতি তরিকুল হত্যায় পুলিশ হেফাজতে-৩


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ৩:৫৮
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি মো: তরিকুল ইসলাম (৫০) হত্যার ঘটনায় তিন যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে সুন্দলী ইউনিয়নের ডগরমশিয়াহাটী গ্রাম থেকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।শুক্রবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামে বেড়েধা এলাকায় পিন্টু বিশ্বাসের বাড়ি থেকে কৃষকদল সভাপতি তরিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, মৎস্যঘের চুক্তি সংক্রান্ত বিরোধের জেরে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর রাতে বেড়েধা এলাকার প্রায় ২০টির অধিক বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। নিহতের বড়ভাই জাতীয়তাবাদী শ্রমিকদল নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক মো: রফিকুজ্জামান বলেন, ‘বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। মাথায় গুলি করার পর কুপিয়ে তার একটি হাত বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর মাথায় ইট দিয়েও আঘাত করা হয়েছে। নির্মম নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে।’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম আরো জানান, ‘সন্দেহভাজন দুই যুবক সহ পরে আরো একজন মোট ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ডহরমশিয়াহাটী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তরিকুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।
অন্যদিকে আজ (২৪মে) শনিবার বেলা ১২টায় কৃষকদল সভাপতি তরিকুল হত্যার বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে অভয়নগর থানা বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা -কর্মীরা যেখানে উপস্থিত ছিলেন কৃষকদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় বিক্ষোভ মিছিলটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে অভয়নগর থানা চত্বরে সমাপনী বক্তব্য দিয়ে পরে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। এ সময় বক্তারা তাদের বক্তব্যে আসামিদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বচ্চ শাস্তির দাবি করেন।

এমএসএম / এমএসএম

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়