নারায়নগঞ্জে বৈষম্যবিরোধী যোদ্ধা সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক যোদ্ধা সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হত্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গত ২৩ মে ( শুক্রবার) বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি কনভেনশন সেন্টারে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আখি নূর চৌধুরীর পরিবার।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী যোদ্ধা ও গণমাধ্যম কর্মী আখিনূর চৌধুরী, জুলাই-আগষ্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করলেও একটি রাজনৈতিক দলের নাম দিয়ে তাকে মামলায় ফাঁসিয়ে ৫২ দিন কারাভোগ করান একটি চক্র। গত ১৬ মে আবারো একটি মামলায় তাকে ফাঁসানো হয়েছে যা বাদিই জানে না। এসময় ভুক্তভোগীর স্ত্রী রোমানা বেগম বলেন, আমার স্বামী সৎভাবে জীবন করেন। বৈষম্যবিরোধী আন্দোলনে আমার স্বামী সক্রিয় ভূমিকা পালন করেছে। সে কোন রাজনীতির সাথেও জড়িত নয়। তবে কেন আমার স্বামীকে মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে? আমার দুইটি সন্তান নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি। এসময় আঁখিনুর চৌধুরী বলেন, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাত ৩ টায় মসজিদে এবাদত বন্দেগি ও তবারক বিতরণ শেষে বাসায় গিয়ে শোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ হঠাৎ ঘরের দরজায় কড়া-নাড়েন, সাব-ইন্সপেক্টর জাকিরুল ইসলামের নেতৃত্বে। বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করলে দীর্ঘ ৫২ দিন অন্যায় ভাবে হাজত বাস করে গত ৭ এপ্রিল জামিনে আসেন, নিরপরাদ বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যতম যোদ্ধা গণমাধ্যম কর্মী আখিনুর। নারায়ণগঞ্জ বন্দর থানার উলসন রোডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ কবির আহমদ চৌধুরীর সন্তান আঁখিনূর চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিক হিসেবে কাজ করছেন। পাশাপাশি উত্তর সাইনবোর্ড বাস স্ট্যান্ডে মুসল্লিদের কথা চিন্তা করে এলাকাবাসীদের নিয়ে মসজিদে রাসুল (সাঃ) জামে মসজিদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি উক্ত মসজিদের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । পাশাপাশি নারায়ণগঞ্জের একটি হাউজিং কোম্পানির সাইনবোর্ড প্রকল্পে পার্টটাইম কর্মকর্তা হিসেবে কাজ করে পরিবার-পরিজন নিয়ে সৎভাবে জীবন-জীবিকা নির্বাহ করছেন। ৫ আগস্ট স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পরপরই আখি নুরের কর্মরত প্রতিষ্ঠান আল জয়নাল গ্রুপের প্রতিষ্ঠানটিতে নজর পড়ে ভূমিদস্যু এডভোকেট মাহবুবের। সে বিএনপির নাম ভাঙ্গিয়ে উক্ত কোম্পানির প্রতিষ্ঠানটি দখলে মরিয়া হয়ে ওঠে ও হামলা চালিয়ে প্রজেক্টের ম্যানেজার আখিনুরকে আহত করে ও ডেইরি ফার্মের মালামাল নিয়ে যায়। এছাড়া উক্ত প্রজেক্টের সামনে দোকানের মালামালও লুটপাট করে। অন্যদিকে গণমাধ্যম কর্মী আখিনুর মসজিদ নির্মাণ করায় সিমরাইল ক্যাম্পের টিআই নাঈম সিদ্দিকীর গাড়ি ডাম্পিং ও বাসের কাউন্টার করে চাঁদাবাজির দুঃস্বপ্ন ভেঙে যায়, মাহবুব ও টিআই নাঈম সিদ্দিকী একত্রিত হয়ে গণমাধ্যমকর্মী আখিনুরের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, তাকে কিভাবে শায়েস্তা করা যায়। উক্ত দুই ব্যাক্তি আঁখি নুরকে মামলায় জড়াচ্ছে। আখিনূর শুধু একজন গণমাধ্যম কর্মীই নয়, তিনি একজন সমাজসেবক, নারায়ণগঞ্জের অন্যতম 'এসো আলোর পথে'র প্রধান উপদেষ্টার পাশাপাশি ২৪ এর জুলাই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের যোদ্ধা, সমাজসেবী আখিনূরকে নারায়ণগঞ্জ বন্দর থানা জাতীয় পার্টির সহ-সভাপতির ট্যাগ লাগিয়ে গোবিন্দপুর দেলপাড়ার জনৈক মনির হোসেনের পুত্র মোঃ সাব্বির (২০) বাদী হয়ে গত ২৬ ডিসেম্বর ২০২৪ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত -৮ এ পিটিশন মামলা নং ৩২৮ / ২৪ দায়ের করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ, হিরাঝিল চিটাগাং রোডে নাশকতার মামলায় প্রধান আসামি করে নারায়ণগঞ্জের আওয়ামী দলীয় সাংসদ শামীম ওসমান সহ ১৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ১২৩ নং আসামি হিসেবে গণমাধ্যম কর্মী আখিনূর চৌধুরীর নাম জুড়ে দেয়। সিদ্ধিরগঞ্জ থানা ২ জানুয়ারি ২০২৫ অভিযোগটি আমলে নিয়ে মামলা গ্রহণ করে, মামলা নং- ৩, এ মামলায় আখিনুর জামিনে বের হলে ১৬ মে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সালন্দী মোল্লা বাড়ির জনৈক হাসান আলীর স্ত্রী রুনা বেগম (৪৭) বর্তমান ঠিকানা সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি মোস্তাফিজুর রহমানের বাড়ির বাড়াটিয়া, চিশতিয়া বেকারির পূর্ব পাশে, মতিন সড়ক বসবাসকারীর ছেলে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক জুতা কারখানার কর্মী সজল মিয়া (২০) আওয়ামী নেতাকর্মীদের হামলায় ২০২৪ এর ২০ আগস্ট আহত হয়ে হাসপাতালে মারা যায় । মৃত্যুর এই ঘটনায় নিহত সজল মিয়ার মাতা রুনা বেগম গত ১৬ মে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-১৯, দায়েরকৃত মামলায় আওয়ামী নেতাকর্মীদের সাথে গণমাধ্যম কর্মী আখিনুরকে ৬২ নং আসামির মধ্যে ৪২ নং আসামি হিসেবে তার নাম জুড়ে দেওয়া হয়। অথচ জুলাই আন্দোলনের প্রতিটি দিনেই সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সাংবাদিক আখিনুর বৈষম্য বিরোধী সক্রিয় যোদ্ধা হিসেবে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। উত্তর সাইনবোর্ড নিজের কর্মরত প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্নভাবে এলাকাবাসী ও ছাত্র -জনতাকে সহযোগিতা করেছিলেন যার প্রত্যক্ষ সাক্ষী ডগাইর ও উত্তর সাইনবোর্ডের বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, আওয়ামী বিরোধী এলাকাবাসী । তাই আখিনুর এর পরিবার, মসজিদ কমিটির নেতৃবন্দ ও সাংবাদিকগণ ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বৈষম্য যোদ্ধা মিডিয়া কর্মী আখিনুর চৌধুরীকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর মেয়ে নুসরাত জাহান মীম, সাইনবোর্ড প্রেস ক্লাবের সভাপতি এমআই ফারুক, দৈনিক বাংলার গৌরব পত্রিকার প্রধান সম্পাদক ও মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক লায়ন আনোয়ার হোসেন রুমি, আল জয়নাল গ্রুপের প্রজেক্ট কর্মকর্তা নূর আহমেদ সেলিম, জাতীয় সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক জবাবদিহি পত্রিকার সহকারী সম্পাদক মো: মহিউদ্দিন, সাইনবোর্ড মসজিদে রাসূল (সা:) জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক মো: সাকিব হাসান রানা সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র
সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি
দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা
মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু
সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট
তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াতে ইসলামী
ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল
দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ
গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত