বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে ববি আক্তার (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তার শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে। নিহত ববি শহরের জহুরুল নগরে স্বামী ও দুই সন্তানকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, পরকীয়ায় বাধা দেওয়া এবং যৌতুকের টাকা না পেয়ে মা ও বোনের সহায়তায় রোহান বেপারী তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে দশটার দিকে যৌতুকের টাকা না পাওয়া এবং পরকীয়া সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জেরে স্বামী রোহান বেপারী স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ববিকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাত বছর আগে প্রেম করে ববির সঙ্গে রোহানের বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি কন্যা ও দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। কিছুদিন আগে রোহান 'বেলি' নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানার পর ববি প্রতিবাদ করলেও পরবর্তীতে স্বামীকে নিজের হাতে দ্বিতীয় বিয়ে দেন। তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র এক মাসের মাথায় রোহান বেলিকে তালাক দিয়ে ববির কাছে ফিরে আসে।
তবে এরপরও রোহান গোপনে বেলির সঙ্গে যোগাযোগ রাখতেন, যা জানতে পেরে ফের দাম্পত্য কলহ শুরু হয়। ঘটনার দিনও তীব্র ঝগড়ার এক পর্যায়ে রোহান তার বাবা-মায়ের সহযোগিতায় স্ত্রী ববির পেটে ছুরিকাঘাত করেন। রোহানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
