চক্রান্তমূলক মামলায় নিরীহদের হয়রানি: প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি জুলাই যোদ্ধা সালাউদ্দিন সাদিকের

বৈষম্যবিরোধী আন্দোলনের সাহসী যোদ্ধা, বাংলাদেশ সরকার স্বীকৃত জুলাই আহত যোদ্ধা সালাউদ্দিন সাদিক তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এবং প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
টঙ্গী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাউদ্দিন সাদিক জানান, জুলাই অভ্যুত্থানের সময় তিনি রক্তাক্তভাবে আহত হন এবং দেশের জন্য জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নেন। অথচ আজ সেই রক্তের ঋণ ভুলে তাকে ও নিরীহ মানুষদের রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক দুর্বৃত্তায়নের শিকার হতে হচ্ছে।
তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে ৫২ জন প্রকৃত অপরাধীকে সনাক্ত করে মামলা দায়ের করতে চাইলেও গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে একটি চক্রান্তকারী মহল ১১৮ জনকে আসামি করে মামলা সাজিয়ে আমাকে এবং বহু নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করছে। তাদের মধ্যে অধিকাংশকেই আমি চিনিও না, তারাও আমাকে চেনে না।”
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলার তদন্তে স্বচ্ছতা আনতে গণমাধ্যমের হস্তক্ষেপ শুরু হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের প্রভাবিত করার চেষ্টা করেন। “ওই প্রতিবেদককে টাকা দিয়ে ম্যানেজ করতে চাওয়া হয়, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে,” বলেন সালাউদ্দিন।
সালাউদ্দিন জানান, মামলার তদন্তে নিরপেক্ষতা আনতে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। সেইসঙ্গে দেশের বিবেকবান গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারাই আমাদের প্রকৃত সহযোদ্ধা। ১৯ ও ২০ জুলাইয়ের রাজপথে আপনারাও রক্ত দিয়েছিলেন। আজ সত্য প্রকাশে আপনাদের সহযোগিতা আমার একমাত্র ভরসা।
আবেগঘন কণ্ঠে সালাউদ্দিন বলেন, “১৯ জুলাই শহীদ রেদওয়ান রিয়াদ আমার কোলে প্রাণ হারান। ২০ জুলাই আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়। আজও আমার মায়ের হাতে ধোয়া সেই রক্তমাখা পোশাকের গন্ধ আমার শরীরে লেগে থাকে।
তিনি অভিযোগ করেন, জুলাইয়ের নাম ভাঙিয়ে কিছু ভুয়া নেতৃত্ব আজ চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয় প্রভাব খাটিয়ে সংগঠনের আদর্শকে কলঙ্কিত করছে। তিনি বলেন, “জুলাইয়ের সম্মান রক্ষায় আমি শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো, কিন্তু আমার শহীদ ভাইদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।”
তিনি আরও বলেন, “আমি কারও কাছে বিক্রি হইনি, হবও না। যারা টাকা দিয়ে ন্যায়বিচারকে গলা টিপে হত্যা করতে চায়, তারা যেন জানে—সত্য কখনো চাপা থাকে না। আমি সকল নিরীহ আসামির নাম মামলা থেকে প্রত্যাহার এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, সালাউদ্দিন সাদিক বর্তমানে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষ ও টঙ্গী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
এমএসএম / এমএসএম

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা
