চক্রান্তমূলক মামলায় নিরীহদের হয়রানি: প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি জুলাই যোদ্ধা সালাউদ্দিন সাদিকের

বৈষম্যবিরোধী আন্দোলনের সাহসী যোদ্ধা, বাংলাদেশ সরকার স্বীকৃত জুলাই আহত যোদ্ধা সালাউদ্দিন সাদিক তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এবং প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
টঙ্গী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাউদ্দিন সাদিক জানান, জুলাই অভ্যুত্থানের সময় তিনি রক্তাক্তভাবে আহত হন এবং দেশের জন্য জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নেন। অথচ আজ সেই রক্তের ঋণ ভুলে তাকে ও নিরীহ মানুষদের রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক দুর্বৃত্তায়নের শিকার হতে হচ্ছে।
তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে ৫২ জন প্রকৃত অপরাধীকে সনাক্ত করে মামলা দায়ের করতে চাইলেও গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে একটি চক্রান্তকারী মহল ১১৮ জনকে আসামি করে মামলা সাজিয়ে আমাকে এবং বহু নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করছে। তাদের মধ্যে অধিকাংশকেই আমি চিনিও না, তারাও আমাকে চেনে না।”
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলার তদন্তে স্বচ্ছতা আনতে গণমাধ্যমের হস্তক্ষেপ শুরু হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের প্রভাবিত করার চেষ্টা করেন। “ওই প্রতিবেদককে টাকা দিয়ে ম্যানেজ করতে চাওয়া হয়, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে,” বলেন সালাউদ্দিন।
সালাউদ্দিন জানান, মামলার তদন্তে নিরপেক্ষতা আনতে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। সেইসঙ্গে দেশের বিবেকবান গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারাই আমাদের প্রকৃত সহযোদ্ধা। ১৯ ও ২০ জুলাইয়ের রাজপথে আপনারাও রক্ত দিয়েছিলেন। আজ সত্য প্রকাশে আপনাদের সহযোগিতা আমার একমাত্র ভরসা।
আবেগঘন কণ্ঠে সালাউদ্দিন বলেন, “১৯ জুলাই শহীদ রেদওয়ান রিয়াদ আমার কোলে প্রাণ হারান। ২০ জুলাই আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়। আজও আমার মায়ের হাতে ধোয়া সেই রক্তমাখা পোশাকের গন্ধ আমার শরীরে লেগে থাকে।
তিনি অভিযোগ করেন, জুলাইয়ের নাম ভাঙিয়ে কিছু ভুয়া নেতৃত্ব আজ চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয় প্রভাব খাটিয়ে সংগঠনের আদর্শকে কলঙ্কিত করছে। তিনি বলেন, “জুলাইয়ের সম্মান রক্ষায় আমি শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো, কিন্তু আমার শহীদ ভাইদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।”
তিনি আরও বলেন, “আমি কারও কাছে বিক্রি হইনি, হবও না। যারা টাকা দিয়ে ন্যায়বিচারকে গলা টিপে হত্যা করতে চায়, তারা যেন জানে—সত্য কখনো চাপা থাকে না। আমি সকল নিরীহ আসামির নাম মামলা থেকে প্রত্যাহার এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, সালাউদ্দিন সাদিক বর্তমানে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষ ও টঙ্গী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
এমএসএম / এমএসএম

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা
