ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

কর্ণফুলীতে চোরাই তেল রাজত্বে সিন্ডিকেটের দখলযুদ্ধ, সেনাবাহিনীর জালে আটক-৪


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ৪:২১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চোরাই পেট্রোলিয়াম তেল পাচার ও ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় দুটি রাজনৈতিক গ্রুপের সদস্যরা। যদিও একটি গ্রুপ দীর্ঘদিন আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় থাকলেও বর্তমানে তারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার (২৮ মে) সকাল ১০টার দিকে কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাঙ্গারচর ৯ নম্বর বিওসি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—জুলধা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাহার (৪৬), আলমগীর, ইউনুস ও শাহনুর। সবাই ডাঙ্গারচর এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তারা দীর্ঘদিন ধরে দুই প্রধান রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর কর্ণফুলী নদীকেন্দ্রিক চোরাই ‘পিলাই তেল’ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কর্ণফুলী বিএনপির অভ্যন্তরে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। নদীঘাটের নিয়ন্ত্রণ, তেল ওঠানোর সিরিয়াল ও ভাগ-বাটোয়ারা নিয়ে শুরু হয় প্রকাশ্য বিরোধ।

বুধবার সকালে দুই পক্ষই ঘাট দখল নিতে গেলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে। এ সময় আটক ব্যক্তিদের উল্টো করে শুইয়ে রাখার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, "সেনাবাহিনী চারজনকে থানায় এনেছিল। পরে তাদের মধ্যে তিনজনকে আবার নিয়ে গেছে। বিস্তারিত আমাদের জানানো হয়নি।"

সেনাবাহিনীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নীরবতা এবং নিরপেক্ষ পদক্ষেপের অভাবেই নদীঘাটকেন্দ্রিক চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র

সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা

মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু

সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট

তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াতে ইসলামী

ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার