মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু
সেতু আছে রাস্তা নেই ২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু ৫০ হাজার মানুষের দুর্ভোগ।সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না ৫০ হাজার মানুষের ডাকাতিয়া নদীর উপর সেতু । তৎকালীন জোট সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একনেক বৈঠকে ২০০৪ সালে বৃহত্তর লাকসাম থেকে মনোহরগঞ্জ উপজেলা ১১ টি ইউনিয়ন নিয়ে ঘোষণা করেন সাবেক এমপি কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম।(২০০৫/২০০৬) অর্থ বছরে সরকারের কোটি টাকা ব্যয় করে করা হয় এ সেতু। কিন্তু ২০ বছরেও উদ্বোধন হয়নি, সংযোগ সড়কের অভাবে সরকারের কোটি টাকার সেতু গচ্চা ।সেতুর পশ্চিম পাড়ে রয়েছেএকটি এতিমখানা, মসজিদ, মাদরাসা হাউরা গ্রাম সহ ২২ গ্রাম,ও তিন ইউনিয়ন, বাইশগাঁও, হাসনাবাদ, সরসপুর ইউনিয়ন। সেতুর পূর্ব পাড় (১০০ গজের) মাথায় মনোহরগঞ্জ থানা, ঝলম গ্রাম, উপজেলা পরিষদ,মনোহরগঞ্জ হাট - বাজার, স্কুল, কলেজ,মাদরাসা, ব্যাংক, বীমা, উপজেলা ভূমি অফিস , ঝলম দক্ষিণ ইউনিয়ন সহ তিন জেলার সংযোগ সেতু কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী। শিক্ষক,শিক্ষার্থী সহ মানুষের যাতায়াত ও কৃষি পণ্য আনা নেওয়ার ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয় লোকজনের, সুবিধা বঞ্চিত উপজেলার তিন লক্ষ মানুষ। মনোহরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভূঁইয়া ইলেকট্রনিক্স হারুন ভূঁইয়া, মেসার্স গ্রীণ বাংলা ফার্নিচার প্রোপ্রাইটর জি,এম আহসান উল্যাহ,লৌহ বাণিজ্য টেডার্স মো,সাবের হোসেন চৌধুরী,মুদি ব্যবসায়ী জসিম উদ্দিন টিপু,মিজানুর রহমান, দুলাল ঠাকুর সহ ১০ জন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, সেতুর দুই পাড়ে দীর্ঘদিন থেকে সংযোগ সড়ক না থাকার কারনে দোকানের মালা মাল আনা নেওয়াতে দিগুন টাকা খরচ হয় আমাদের, সংযোগ সড়কের মাটির কাজ করার দাবি জানান। সংযোগ সড়ক করতে উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন । হাউরা এতিমখানা, মাদরাসা, মসজিদের সভাপতি হাজী আব্দুল জলিল বলেন, এতিমখানা, মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, মসজিদের মুসল্লী ও হাউরা, ডাবরিয়া,জলিপুর তিন গ্রামের ১০ হাজার মানুষ পায়ে হেঁটে ২০ বছর থেকে এ সেতুতে চলাচল করেন।সেতুর সংযোগ সড়ক না থাকায় ১০ টাকার মিশুক ভাড়া ৬০ টাকা দিতেহয়। উপজেলা প্রকৌশলী মো,শাহআলম বলেন, আগের কন্টাকটার কাজ ফেলে চলে যায় এখন নতুন করে স্টেটমেন্ট পাঠাইবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)গাজালা পারভীন রুহী বলেন , আমি উপজেলা প্রকৌশলী সাথে কথা বলে সংযোগ সড়ক করার জন্য বরাদ্দ দিয়ে মাটির কাজ করা হবে ।
Aminur / Aminur
আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়
অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ
টাঙ্গাইলে একসঙ্গে মনোনয়নপত্র নিলেন দুই সহোদর সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু
পাটগ্রামের দহগ্রাম--আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্য আটক
ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র
সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি
দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা
মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু
সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট
তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াতে ইসলামী