ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

শতাধিক পথশিশুর মুখে ঈদের জামা-কাপড় দিয়ে হাসি ফোটালো বিজ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৯-৫-২০২৫ রাত ১১:৩১

পবিত্র ঈদুল আজহা (কুরবানি ঈদ) উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস (বিজ)। আজ ২৯ মে'২৫ বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে শতাধিক পথশিশুর মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।

ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মহৎ আয়োজন করে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস (BEES)। জামা-কাপড় পেয়ে খুশিতে মেতে ওঠে শিশুরা, তাদের চোখেমুখে ফুটে ওঠে অনাবিল আনন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস (বিজ)-এর উপ-নির্বাহী পরিচালক মো: মজিবুর রহমান, উপ-পরিচালক কাবেরী সুলতানা, সহকারী পরিচালক (শিক্ষা ও সামাজিক সুরক্ষা) শাহী মাছুমা আখতার, ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহাদাত হোসেন এবং বিমানবন্দর রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর বজলুল ইসলাম।

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস (বিজ)-এর উপ-নির্বাহী পরিচালক মো: মজিবুর রহমান অনুষ্ঠানে তিনি বলেন,“সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে পারা আমাদের জন্য পরম আনন্দের। এই শিশুরাও আমাদেরই সমাজের অংশ, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, দেশের প্রত্যেকটি শিশু যেন ভালোবাসা ও মর্যাদার সঙ্গে বেড়ে উঠতে পারে।”

ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান বলেন,“প্রতিটি শিশুর চোখে যখন আনন্দ দেখি, তখন আমাদের পরিশ্রম সার্থক মনে হয়। কুরবানির প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ ও মানবতার চর্চা— সেই শিক্ষাকেই সামনে রেখে আমরা এই আয়োজন করেছি।”

 

উল্লেখযোগ্য এই উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশুদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘বিজ’। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

এমএসএম / এমএসএম

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে