ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শহীদ জিয়ার ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা জিয়া পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৩১-৫-২০২৫ বিকাল ৫:২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের শিববাটি মতিঝিল অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, বগুড়া বার এর সভাপতি আতাউর রহমান খান মুক্তা, বগুড়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর হাসান মণ্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী।

সভায় বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন একজন সৎ ও দেশপ্রেমিক শাসক। তিনি নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করেছেন। বিদেশী ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কেড়ে নেয়ার জন্য তাঁকে হত্যা করে। বক্তারা বলেন, শহীদ জিয়ার মতো সাদামাটা জীবন জীবনযাবনকে ধারন করে দেশের জন্য কাজ করতে পারলেই তাঁর স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সভাপতি সানোয়ার হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মইনুল হক বকুল, জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান টিপু, জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শাজাহানপুর উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জুলফিকার আলী, শহর শাখার সভাপতি আনোয়ার সাদাত আলো, সাধারণ সম্পাদক মীর তারেক হাসান, সদর উপজেলার যুগ্ম সম্পাদক অধ্যাপক নাজমুল হোসেন, অধ্যক্ষ নুর আলম, প্রভাষক মেহেদী হাসান রাজু, সাবেক ছাত্র নেতা মোঃ সেলিম আল মামুন, সেলিম সরকার, মোঃ লুৎফুর রহমান মির্জা, একলামুর রেজা ডলার, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, নুরুন্নবী রুবেল, জিবরীল হোসেন বাবু, জহুরুল ইসলাম ফুয়াদ, রায়হান সরকার, শামীম রেজা, সাখাওয়াত হোসেন সেলিম, অধ্যাপক মাহবুবুর রহমান, হুমায়ুন কবির মুন, মহিদুল হাসান মিথুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

নেত্রকোনার মদনে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার