শহীদ জিয়ার ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা জিয়া পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের শিববাটি মতিঝিল অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, বগুড়া বার এর সভাপতি আতাউর রহমান খান মুক্তা, বগুড়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর হাসান মণ্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী।
সভায় বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন একজন সৎ ও দেশপ্রেমিক শাসক। তিনি নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করেছেন। বিদেশী ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কেড়ে নেয়ার জন্য তাঁকে হত্যা করে। বক্তারা বলেন, শহীদ জিয়ার মতো সাদামাটা জীবন জীবনযাবনকে ধারন করে দেশের জন্য কাজ করতে পারলেই তাঁর স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সভাপতি সানোয়ার হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মইনুল হক বকুল, জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান টিপু, জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শাজাহানপুর উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জুলফিকার আলী, শহর শাখার সভাপতি আনোয়ার সাদাত আলো, সাধারণ সম্পাদক মীর তারেক হাসান, সদর উপজেলার যুগ্ম সম্পাদক অধ্যাপক নাজমুল হোসেন, অধ্যক্ষ নুর আলম, প্রভাষক মেহেদী হাসান রাজু, সাবেক ছাত্র নেতা মোঃ সেলিম আল মামুন, সেলিম সরকার, মোঃ লুৎফুর রহমান মির্জা, একলামুর রেজা ডলার, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, নুরুন্নবী রুবেল, জিবরীল হোসেন বাবু, জহুরুল ইসলাম ফুয়াদ, রায়হান সরকার, শামীম রেজা, সাখাওয়াত হোসেন সেলিম, অধ্যাপক মাহবুবুর রহমান, হুমায়ুন কবির মুন, মহিদুল হাসান মিথুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
