চট্টগ্রামে রাষ্ট্রয়াত্ত্ব পাটকল দ্রুত চালু ও সকল শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রামের রাষ্ট্রয়াত্ত্ব বন্ধ পাটকল দ্রুত চালু ও সকল শ্রমিকদের সমস্ত পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক-কৃষক-ছাত্র জনতা ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগ নগরীর আমিন জুটমিল গেইটে শ্রমিক সমাবেশ রবিবার অনুষ্ঠিত হয়।
পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সদস্য সচিব শ্রমিকনেতা কামাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্যের আহ্বায়ক এ্যাড. আমির আব্বাস। বক্তব্য রাখেন আমিন জুট শিল্পাঞ্চল এলাকার শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ, শ্রমিক নেতা মোহাম্মদ বেলাল, বদলি শ্রমিক আব্দুর রহমান, জাবেদ হোসেন সানি, শামসুল আলম, মোতালেব, চাঁন মিয়া, শ্রমিক নেত্রী রহিমা বেগম, শামসুন নাহার সুমি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নগর এর যুগ্ম আহ্বায়ক সাইফুর রূদ্র, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রামের সংগঠক ইনজাম উল হুদা প্রমূখ।
সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, গত ১৪ মাস পেরিয়ে গেলেও পাটকল চালু করা হয়নি এমনকি সকল শ্রমিকদের বেতনও পরিশোধ করা হয়নি। অথচ গত ২রা জুলাই, ২০২০ সালে রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকলের বন্ধ করার সময় দুই মাসের মধ্যে সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করে মিলগুলোকে আধুনিকায়ন করে, পুনরায় তিনমাসের মধ্যে মিল চালু করার ঘোষণা দেয় সরকার। চলতি বছরে জুলাই মাসে ঈদুল আযহার সময় শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার বদলি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের নির্দেশনা দিলেও বিশাল সংখ্যক শ্রমিকদের বঞ্চিত রেখে নাম মাত্র গুটি কয়েক শ্রমিকদের বকেয়া পরিশোধ করে।
অন্যদিকে বিজেএমসি তথা মিল কর্তৃপক্ষ রাষ্ট্রয়াত্ত্ব ৫টি পাটকলের অস্থায়ী শ্রমিকদের পাওনাদি পরিশোধের কোন ব্যবস্থাই নেয়নি। ফলে দেশব্যাপী পাটকল শ্রমিকরা অসহায় ও দুর্বিষহ জীবন কাটাচ্ছে। এদের অধিকাংশ বেকার, যারা বাসা ভাড়া যোগাড় করতে পারছে না, না খেয়ে, বিনা চিকিৎসায় অর্থাভাবে অনেকে মৃত্যুবরণ করছে। তাদের সন্তানদের শিক্ষা জীবন অনিশ্চিত। চরম হতাশায় এই শ্রমিকেরা দিন পাড় করছে। পাটকল চালুসহ পাওনা পরিশোধের দাবিতে গত একবছর ধরে মানব বন্ধন, শ্রমিক সমাবেশ, বিজেএমসি কার্যালয় ঘেরাওসহ আমরা বিভিন্ন কর্মসুচি পালন করেছি। শ্রমিকনেতারা বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যক্রম কচ্ছপ গতিতে চলছে।
সমাবেশে ছাত্রনেতারা বলেন, গত ১৪ মাস ধরে এ শ্রমিকরা যে দুর্বিষহ জীবনের মধ্য দিয়ে যাচ্ছে তাতে করে শ্রমিক সন্তানরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। গত ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এ শ্রমিক সন্তানদের কেউ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারেনি। অবিলম্বে পাটকল চালু না করলে শ্রমিক সন্তানদের শিক্ষা জীবন অনিশ্চিত। এছাড়া সমাবেশ থেকে বক্তারা ১০ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, সকল শ্রমিকদের পাওনা বেতন পরিশোধপূর্বক বন্ধ পাটকলগুলো চালু করার সুনির্দিষ্ট ঘোষনা না আসলে দেশব্যাপী শ্রমিক কৃষক ছাত্র জনতাকে নিয়ে জোড়দার আন্দোলনের মধ্য দিয়ে দাবি দাওয়া আদায় করা হবে বলে হুশিয়ারি জানান।
এমএসএম / এমএসএম
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন