নেত্রকোনায় চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নেত্রকোনা সদর উপজেলার ৯নং চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহাবুব উল-মজিদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের তাদের স্থানীয় ব্যানারে সোমবার (২জুন ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি হয়।
বিক্ষোভে অংশ নেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন চল্লিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রাশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হাসান শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন,চেয়ারম্যান সৈয়দ মাহাবুব উল-মজিদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০২১ সালে বিনা ভোটে নির্বাচিত হন। পাঁচ(৫)অগাস্টের পর থেকেই তিনি সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগবিহীন। পরিষদে নিয়মিত উপস্থিত না থেকে নিজের ইচ্ছেমতো দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্থানীয় সূত্র জানায়,তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ইউনিয়ন পরিষদে কার্যত অনুপস্থিত রয়েছেন।
বক্তারা আরোও জানান,চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি,স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে অন্তত পাঁচটি মামলা দায়ের হয়েছে। তবে তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
সর্বশেষ অভিযোগ উঠেছে,খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত প্রায় ২০০ বস্তা চাল আত্মসাৎ করেছেন তিনি। কার্ডধারী অনেক দুস্থ ব্যক্তি তাদের বরাদ্দকৃত চাল পাননি। আবার যাঁরা পেয়েছেন, তাঁদের ১০ কেজির পরিবর্তে দেওয়া হয়েছে মাত্র ৮কেজি করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
বিক্ষোভে বক্তারা বলেন,একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া দুর্ভাগ্যজনক। তাঁরা দাবি জানান,দ্রুত তদন্ত সাপেক্ষে তাকে অপসারণ ও বিচারের আওতায় আনা হোক। সর্বশেষে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল