ঢাকা বুধবার, ৯ জুলাই, ২০২৫

চবিসাসের বার্ষিক সভা : নবীন সদস্য বরণ ও দায়িত্ব হস্তান্তর


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৫ দুপুর ৩:৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (চবিসাস) ২৫ তম  সাধারণ বার্ষিক সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

রবিবার (১ জুন)  দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ সভা  অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া এবং চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

উপাচার্য বলেন, অত্যন্ত সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে চবি সাংবাদিক সমিতির নির্বাচনে নতুন নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছেন। এজন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন। একটি সংকটপূর্ণ সময়ে চবিসাসের দায়িত্ব পালন করায় তিনি সাবেক কমিটির নেতৃবৃন্দকেও ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি। তিনি সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি ক্যাম্পাস সাংবাদিকদের সিরিজ রিপোর্ট করার অভাব রয়েছে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা তাদের লেখালেখির মাধ্যমে সমাজ, বিশ্ববিদ্যালয় তথা রাষ্ট্রের অসংগতিগুলো যেমন তুলে ধরবেন, তেমন বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের অর্জনগুলোও প্রচার করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা বৃদ্ধির বিষয়ে চবি সাংবাদিক সমিতিকে বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।

উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তিনি হলুদ সাংবাদিকতার কঠোর সমালোচনা করে বলেন, সাংবাদিকদের পেশাদারিত্বের সঙ্গে ভূমিকা পালনের মাধ্যমে বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। উপ-উপাচার্য সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের পরামর্শ দেন। একইসাথে জুলাই বিপ্লবপরবর্তী নতুন বাংলাদেশের নির্মাণে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে যেভাবে সাংবাদিকতার উন্নয়ন হওয়ার কথা ছিল, সেভাবে হয়নি। দলীয় সরকারের আমলে কিছু সাংবাদিক তাদের পেশাদারিত্ব ভুলে গিয়ে হলুদ সাংবাদিকতায় লিপ্ত হন—এটি জাতির প্রত্যাশা নয়। ‘জুলাই বিপ্লব’-এ চবি সাংবাদিক সমিতির পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, দেশের সাধারণ মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং সত্য ও ন্যায়ের ভিত্তিতে সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের কাজ। তিনি চবি সাংবাদিক সমিতিকে নতুন সাংবাদিক তৈরির আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

চবিতে অনুষ্ঠিত হচ্ছে এসসিএলএস ন্যাশনাল ল' অলিম্পিয়াড ২০২৫

জবি আইটি সোসাইটির নতুন নেতৃত্বে ইমাম ও বায়েজিদ

কুবি উপাচার্যের পোষ্য কোটা ব্যবহারে বিতর্ক, উদাহরণ নেই অন্য উপাচার্যদের

জাবি দর্শন এলামনাই এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর, সম্পাদক রাসেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবিতে নিয়ম অমান্য করে ছাত্রদল নেতাকে ভর্তি

৫ বিভাগ-জেলা থেকে দেওয়া হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার সনদ

ইবিতে জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

চবিতে হত্যাচেষ্টা আসামির পদোন্নতির বোর্ড গঠনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘ফেক অ্যাকাউন্ট’ খুলে শিবিরবিরোধী পোস্টের নির্দেশনার অভিযোগ

গোবিপ্রবির সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের দ্বায়িত্বে শাহাজান,আকাশ

সাইপ্রাসে উচ্চশিক্ষা: ফেইথ ওভারসিজের বিশেষ সেমিনার উত্তরায়

এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির