কুড়িগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট চলছে বেচা কেনা

কুড়িগ্রামের বিভিন্ন গবাদি পশুর হাট জমে উঠেছে । চলছে পশু বেচা কেনা। ঈদুল আযহার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা কুড়িগ্রামের যাত্রাপুর ,উলিপুর ভুরুঙ্গামারীতে আসা শুরু করেছেন এবং হাটগুলো ও দ্রত কোরবানির পশুতে ভরে উঠছে। কুড়িগ্রামে এবার গরু ও ছাগলের কোরবানির চাহিদা পুরন হবার পরে উদবৃত্ত বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। জেলা উপজেলাগুলোতে বসেছে স্থায়ী ও অস্থায়ী গবাদি পশুর হাট। দিন যতই যাচ্ছে গরুর দাম ও চাহিদা বেড়ে চলছে। কুড়িগ্রাম জেলায় স্থায়ী অস্থায়ী মিলে মোট ২৯টি কোরবানির গরু-ছাগলের হাট বসেছে। এসবের মধ্যে বড় এবং স্থায়ী হাট, যাত্রাপুর হাট, মোগলবাসা হাট,কাঁঠালবাড়ি হাট,ভুরুঙ্গামারী হাট, উল্লেখযোগ্য। এছাড়াও কিছু এলাকায় ছোট ছোট হাট গড়ে উঠেছে। অধিকাংশ বাঁশের কাঠামো তৈরি হয়েছে, বিক্রেতারা ও কৃষি খামার মালিকেরা তাদের স্থান চিহ্নিত করেছেন সাইনবোর্ড দিয়েছে। কুড়িগ্রামের সবচেয়ে ঐতিয্যবাহী হাট যাত্রাপুর হাট। কয়েক হাজার গরুর আমদানী হয় এখানে। ঈদের শেষ মূহুর্তেও চলে এ হাটের বেচাকেনা। জেলার বিভিন্ন হাটে বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। বড় গরুগুলি পাইকাররা ঢাকা সহ সারা দেশে নিয়ে যাচ্ছে। ব্য্যবসায়ী ও খামারিরা বলছেন, ‘কয়েক বছর ধরে গো খাদ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে। কোনো কোনো খাদ্যের দাম দ্বিগুণ হয়েছে। এতে গরু পালনে ব্যয় বেড়েছে। তাই গরু গুলির দাম বেশ বেশী। অন্য্যদিকে জেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাট গুলি সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আর্মির টহল ও জোরদার করেছে।
যাত্রাপুর হাটে গরু নিয়ে এসেছেন করিম জানান এবারের গরুর দাম কম। উপায় না পেয়ে বিক্রি করছি। যে গরুর দাম ১লক্ষ সেই গরু ৮০ হাজার টাকায় বিক্রি হচ্ছে । ক্রেতা বাদশা আলী জানান, গরুর দাম বেশী ।বাজেটের চেয়ে ৫/৬হাজার টাকা বেশী খরচ করতে হচ্ছে।
ইজারদার মো.রহিম উদ্দিন হায়দার রিপন জানান এবার হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী সব সময় তদারকি করছে।
ব্যাংক কর্মকর্তা মো. জাকারিয়া সুমন জানান, দেশের প্রান্তিক জেলা কুড়িগ্রাম। এখানকারঐতিহ্যবাহী হাট যাত্রাপুর। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আমরা এসেছি। ক্রেতা বিক্রেতা কেউ যেন প্রতারণার স্বীকার না হয়। জাল নোট সনাক্ত কররার জন্যই এই হাটেই বসেছি।
উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম মোস্তফা খান জানান কুড়িগ্রাম সদর উপজেলার প্রানী সম্পদের পক্ষ থেকে ভ্যাটানারি মেডিকেল টিম যাত্রাপুর সহ বিভিন্ন হাটে অবস্থান করছি।
এমএসএম / এমএসএম

দিনমজুর হত্যা মামলার আসামি নজির আহমদ কাতারে পালিয়ে যেতে চাচ্ছে

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দুই মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান
