ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৫-৬-২০২৫ বিকাল ৫:৩১
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর বারেঙ্গা খাল গঙ্গাঘাটে গঙ্গাদেবী পূজা ও গঙ্গা স্নান উপলক্ষে দিনব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত। 
 
বৃহস্পতিবার ভোর থেকে ভক্তরা পুণ্যের আশায় হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বাসহ বিভিন্ন উপকরণ গঙ্গার বুকে অর্পণ করে স্নান করেন। গঙ্গাস্নানে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী জেলা উপজেলা থেকে অনেক পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।
 
স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব বহু বছর পূর্ব থেকেই এখানো শ্রী শ্রী গঙ্গাদেবীর পূজা গঙ্গা স্নান করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মায়ের অশেষ কৃপা লাভ করে আসছেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে অত্যন্ত ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে সুবিশাল বটমূলে শ্রী শ্রী গঙ্গা দেবীর পূজা ও বারাঙ্গা খাল ফটকি নদীর সঙ্গম স্থলে বার্ষিক গঙ্গা স্নান উপলক্ষে এ মহামিলন ঘটে থাকে। 
 
উপজেলার শিংড়া গ্রামের গোবিন্দ বিশ্বাস ও তার সহধর্মিনী এসেছেন ঐতিহ্যবাহী এ গঙ্গা স্নানে, কেন এসেছেন জানতে চাইলে বলেন  আমরা প্রতিবছর এখানে গঙ্গা স্নান করতে আসি। এখানে স্নান করতে বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন। মূলত বিশ্বশান্তি ও পাপাচার থেকে মুক্ত হতেই গঙ্গা স্নান করা হয়। এখানে গঙ্গা স্নান উপলক্ষে মেলা বসে আমরা প্রতিবছর এই গঙ্গা স্নানে আসি। 
 
চুকিনগর গঙ্গা ঘাট মন্দির কমিটির সভাপতি সুকুমার মন্ডল বলেন এই গঙ্গা স্নান বাংলা সন ১৯৬২ পূর্ব থেকে চলে আসছে। প্রতি বছর এখানে গঙ্গা স্নান ও মানসিক পূজা অনুষ্ঠিত হয়। আর এ গঙ্গা স্নানকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয়। 
 
ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে মেলা। দূর-দূরান্ত থেকে আগত দোকানীরা মেলায় কয়েক দিন পূর্ব থেকেই তাদের বিভিন্ন রকম পসরা সাজিয়ে বসে। মাটির তৈরি কুমারের হরেক রকমের হাড়ি, পাতিল, পুতুল, হাতি, ঘোড়া, গরুসহ বিভিন্ন রকমের দ্রব্য মেলায় আগত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। 
 
মেলায় নাগরদোলা থেকে শুরু করে কামারের তৈরি দা, বটি, কুড়াল, কোদাল, ছুরিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য সাজিয়ে বসে দোকানিরা। ছোট ছোট ছেলেমেয়েদের দেখা যায়, নাগর দোলায় চড়ে আনন্দ উপভোগ করতে। এসময় শিশুদের বাঁশির মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

এমএসএম / এমএসএম

সিলেট ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ চক্রের দূর্নীতি

ঝিনাইদহে মা-মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টা

সন্দ্বীপে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় স্কুল পর্যায়ে সচেতনতা কর্মসূচি

পড়াশুনার পাশাপাশি সমন্বিত সবজি চাষে সফল দুমকির মাঈনুল

আত্রাইয়ে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ

শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাটহাজারীতে ফার্মেসিতে অভিযান : তিন প্রতিষ্ঠানকে ৪৫হাজার টাকা জরিমানা

ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়

মুরাদনগরে কুরআনের আলো ছড়াতে ২৬ শিক্ষার্থীর হিফজ সমাপন

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ডন আব্বাস ডিবির হাতে গ্রেপ্তার

বারহাট্টায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে

নোয়াখালীতে কেন্দ্রীয় কর আইনজীবী ফোরামের আলোচনা সভা