হাটহাজারীতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে পুড়লো বসতঘর

হাটহাজারীতে বৈদ্যুতিক গোলযোগের কারনে সৃষ্ট অগ্নিকান্ডের ঘটনায় তিন পরিবারের ছয় কক্ষ বিশিষ্ট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একেবারে নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো।
বুধবার (১০ জুন) বেলা ১২ টার দিকে হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এ প্রতিবেদকের নিকট অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার পূর্ব গুমানমর্দ্দণ ইউনিয়নের ৬নং ওয়াডস্থ মণির আহামদ মিস্ত্রির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনারদিন দিবাগত গভীর রাতে ওই বাড়িতে বৈদ্যুতিক গোলযোগের ফলে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই বাড়ির মো.আলী, এরশাদ আলী,
মো.আনোয়ার আলীর ছয় কক্ষ বিশিষ্ট কাচা বসতঘর, ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ চেস্টায় আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আশে পাশের বেশ কয়েকটি ঘর আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়। এ ঘটনায় অন্তত ২০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতোগ্রস্থরা।
জানতে চাইলে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো.শাহজাহান চৌধুরী মঙ্গলবার দুপুরের দিকে বলেন, আগুন লেগে তিন পরিবারের ঘর পুড়ে গেছে শুনেছি তবে আমি ঘটনাস্থলে যেতে পারিনি। উপজেলা এবং ইউনিয়ন পরিষদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান তিনি।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান মঙ্গলবার দুপুরের দিকে এ প্রতিবেদককে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লিডার বিভূতি বড়ুয়ার নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় ফায়ারকর্মীরা আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমান জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত
