ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

কুড়িগ্রামে করোনা টেস্ট কিট নেই


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৫ দুপুর ৩:২৫

দেশে নতুন করে  আবারও  করোনাভাইরাসের  সংক্রমণ  বাড়ছে। প্রাথমিকভাবে মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটিপিসিআর ল্যাব রয়েছে , সেখানে এ পরীক্ষা শুরু হবে.। গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ  এসব তথ্য জানান। কোভিড-১৯ (করোনা) ভাইরাস এর সংক্রমণ দেখা দিলেও কুড়িগ্রামে এই ভাইরাস সংক্রমণের নমুনা পরীক্ষার  নেই কোনও কিট । এমনকি নমুনা পরীক্ষাকারী স্বাস্থ্যকর্মীর সুরক্ষা সরঞ্জামও নেই। কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কোভিড-১৯ সংক্রমণের নমুনা পরীক্ষার কিটসহ যেসব সরঞ্জাম কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগে মজুদ রয়েছে সেগুলো মেয়াদোত্তীর্ণ। এসব সরঞ্জাম দিয়ে নমুনা পরীক্ষা করা সম্ভব নয়। এতে সঠিক ফল যেমন পাওয়া যাবে না তেমনি নমুনা সংগ্রহকারী স্বাস্থ্যকর্মীর সংক্রমণ ঝুঁকিও থাকবে।
সূত্র আরও জানায়, ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে কিট ও অন্যান্য সরঞ্জামের চাহিদা চাওয়া হয়েছে। জেলা থেকে চাহিদা পাঠানো হয়েছে। তবে এখনও কোনও সরঞ্জাম জেলায় এসে পৌঁছায়নি।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতাল চত্বরে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব স্থাপন করা হলেও  এতে নমুনা পরীক্ষার যন্ত্রাংশ ও জনবল নেই। ল্যাবটি চালু করা হলে এতে নিরাপদ ও সঠিকভাবে নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।
হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘ করোনা টেস্ট কিটসহ অন্যান্য সরঞ্জামের মেয়াদউত্তীর্ণ হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক নতুন করে চাহিদা দেওয়া হয়েছে।’
।তত্ত্বাবধায়ক বলেন, ‘ ল্যাবের অবকাঠামো প্রস্তুত হয়েছে। কিন্তু সেখানে কোনও যন্ত্রাংশ ও জনবল নেই। কর্তৃপক্ষ প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জনবল দিলে ল্যাবটি চালু করা যাবে।সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘ জেলা স্বাস্থ্য বিভাগের কাছে করোনা ভাইরাস সংক্রমণের নমুনা পরীক্ষার কিট নেই। নতুন করে চাহিদা পাঠানো হয়েছে। জেলার ৯ উপজেলাতেই নমুনা পরীক্ষাসহ অন্যান্য সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। ’যেসব হাসপাতালে আরটিপিসিআর ল্যাব  আছে শুধু সেখানেই শুরুতে এ সুবিধা সুবিধা পাওয়া যাবে।এই অবস্থায় জনগণকে মাস্ক পরা,হাত ধোয়া এবং উপসর্গ দেখা দিলে ঘরে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে করোনাভাইরাসজনিত সংক্রমণের   হার বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়েছে  । আন্তর্জাতিক ভ্রমণ কারীদের মাধ্যমে দেশে করোনাভাইরাসের সংক্রমনের বিস্তার প্রতিরোধে সকল স্থল/ নৌ/ও  বিমান  বন্দরের আইএইচআর  ডেক্সসমূহ   নজরদারি এবং স্বাস্থ্যবিধি  মেনে চলার নির্দেশনা  দিয়েছে। 
সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ গুলো হলো-১,শ্বাসতন্ত্রের রোগসমূহের হতে নিজেকে রক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করুন, ২,ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়েহাত ধুয়ে ফেলুন  (অন্তত ২০ সেকেন্ড)  ৩,ব্যবহৃত টিস্যুটি  অবিলম্বে  ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন   ৪, হাচি/কাশির সময় বাহু বা টিস্যু  দিয়ে নাক ও মুখ ঢেকে রাখুন ৫, জনসমাগম যত সম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন , ৬,কমপক্ষে ৩ফুট দূরত্ব বজায় রাখুন আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এগিয়ে চলুন,৭,অপরিষ্কার  হাত থেকে  নাক মুখ স্পর্শ  করা থেকে বিরত থাকুন।  
এছাড়া সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে যা করতে হবে, সেগুলো হলো- ১. জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকতে হবে; ২. রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে; ৩. রোগীর সেবাদানকারীদেরও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করতে হবে এবং ৪. প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়নের (১৬২৬৩) নাম্বারে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।
উল্লেখ্য,২০২০সালের ৮মার্চ  প্রথমবার দেশে করোনোভাইরাসের  প্রথম রোগী চিহ্নিত হওয়ার ১০ দিন পর ১৮ই মার্চ করোনা আক্রান্ত হয়ে একজন মারা যান। 

এমএসএম / এমএসএম

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত

স্বচ্ছতা নিশ্চিত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে