ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বড়লেখায় দুই মন্দির থেকে প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২৫ দুপুর ৩:৩৭

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামে শ্রীশ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুটি মন্দিরে চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। চোররা মন্দিরের দরজার কড়া ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকার মালপত্র নিয়ে গেছে দাবি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো একসময় এই ঘটনা ঘটেছে উল্লেখ করে গতকাল শুক্রবার মন্দির কমিটির সভাপতি মঞ্জু লাল দে এ লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে শ্রীশ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার সেবায়েত সমীরণ চন্দ্র দাস তাকে ফোনে জানান, মন্দিরের দুটি দরজার কড়া ভাঙা এবং ভেতরে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি কমিটির অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, অজ্ঞাতপরিচয় চোরেরা দুটি মন্দিরের দরজার কড়া ভেঙে মন্দিরে প্রবেশ করে মূল্যবান মালপত্র নিয়ে গেছে।

সেবায়েত সমীরণ চন্দ্র দাস জানান, তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দির তালাবদ্ধ করে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোরে পূজার প্রস্তুতির জন্য মন্দিরের তালা খুলতে গিয়ে দরজার কড়া ভাঙা দেখতে পান। চোররা রাত ২টা থেকে ৫টার মধ্যে যে কোনো সময় মন্দিরে ঢুকে চুরি করেছে। তবে মন্দির ও প্রতিমা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

সমীরণ চন্দ্র দাসের দাবি, চুরি হওয়া মালপত্রের মধ্যে তিনটি স্বর্ণের চূড়া, দুটি স্বর্ণের বাঁশি, তিনটি স্বর্ণের নূপুর, একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের তুলসীপাতা, কাসার ঘণ্টা, করতাল, বালতি, থালা ও চারটি পিতলের মূর্তি। এসব মালপত্রের বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকা।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, দুটি মন্দিরে চুরির ঘটনায়
তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।

এমএসএম / এমএসএম

দেবীগঞ্জে দন্ডপাল ইউপির রাজস্বের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাভারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা