ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

রায়পুরে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ডুসার এডমিশন ক্যাম্পেইন সিজন ২ সম্পন্ন


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ১২:৯

লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে এডমিশন  ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এসময় চূড়ান্ত পরীক্ষায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। জহিরুল গ্রুপ ও সেন্ট্রাল ওভারসিজ এর সহযোগীতায় রায়পুর ছাত্রছাত্রী কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ডুসার) এ আয়োজন করে।

শনিবার (১৪ জুন) দুপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান। আলোচনা শেষে ইউএনওসহ অন্যান্য অতিথিরা চূড়ান্ত  পরীক্ষায় বিজয়ী ৯ মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এসোসিয়েশনের সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, রুস্তম আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. নুরনবী প্রমুখ । এসময় অতিথিরা শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

আয়োজকরা জানায়, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার ও ক্যাম্পেইনের আয়োজন করে আসছে রায়পুর ছাত্রছাত্রী কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়। রায়পুরের বিভিন্ন কলেজের ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে রায়পুর মহিলা কলেজ, হায়দারগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজ ও কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে ১২ জুন বাছাইপর্বের পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় ১৫০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। উত্তীর্ণ শিক্ষার্থীরা কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে শনিবার সকালে চূড়ান্ত পরীক্ষায় বসে। এরমধ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় বিভাগে পরীক্ষা দিয়ে ৩ জন করে ৯ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। পরে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এটি ছিলো রায়পুর ছাত্রছাত্রী কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ডুসার) এর দ্বিতীয় আয়োজন।

এমএসএম / এমএসএম

হাটিকুমরুল হাইওয়ে থানায় নতুন ওসির যোগদান

মানিকগঞ্জে তদন্ত করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত, আটক -২

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃত শিল্পীরা

আশুলিয়ায় ফেনসিডিল ব্যবসায়ীসহ ৩ জন আটক

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, তিনজন গ্রেপ্তার

চুনতীর ১৯ দিন ব্যাপী মাহফিল মুসলিম উম্মাহর জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করে

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়

গোপালগঞ্জে আগষ্ট মাসে পাঁচ উপজেলায় প্রায় আড়াই হাজার চায়না দুয়ারি জাল ধ্বংস

রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ, দূর্ভোগে যাত্রীরা

আ.লীগ নেতার পক্ষে নির্বাচনী প্রচারণা, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

রায়গঞ্জে বিদ্যালয়ের অজুখানা নির্মাণ কাজের উদ্বোধ

চিলামারীতে উপজেলা মহিলা দলের উদ্যোগে রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ

বাকেরগঞ্জে দাদার লাশ দাফনের সময় খাটিয়া সরানোর সময় বিদ্যুৎপৃষ্ঠে মামা-ভাগ্নের মৃত্যু