হাতিয়ায় কাজীর বাজার মাছ ঘাটের নিরাপত্তার দাবিতে জেলে ও ব্যবসায়ীদের মানববন্ধন

হাতিয়ার কাজীর বাজার মাছ ঘাটের নিরাপত্তা ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলে ও ব্যবসায়ীরা। এসময় তারা মাছ ঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
রোববার (১৫ জুন) দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কাজীর বাজার মৎস্য ঘাটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই হাজার জেলে ও ব্যবসায়ী নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী ওছমান গনি, নাজিম উদ্দিন, নাসির উদ্দিন এবং জেলে সম্প্রদায়ের প্রিয়লাল মাঝি, ভীষ্মের জলদাস ও মালতি বালা জলদাস প্রমুখ।
বক্তারা বলেন, যুগ যুগ ধরে তারা এ ঘাটে মৎস্য আহরণ ও ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি ঘাটের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু সংস্কার কাজ চললেও একটি অসাধু চাঁদাবাজ চক্র তাতে বাধা সৃষ্টি করছে। এই চক্রটি ঘাটের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তারা।
ভীষ্মের জলদাস বলেন, “আমরা এ ঘাটে ব্যবসা করতে না পারলে কোথায় যাবো?”
প্রিয়লাল মাঝি বলেন, “এখানে আশি শতাংশ মানুষ জেলে। আমরা যেন নিরাপদে মিলেমিশে মৎস্য ব্যবসা চালাতে পারি, প্রশাসনের কাছে সেই সহযোগিতা চাই।”
নাসির উদ্দিন বলেন, “কিছু বহিরাগত চাঁদাবাজ আমাদের রুটিরুজির একমাত্র মাধ্যমটি বন্ধের ষড়যন্ত্র করছে। আমরা সরকারের সহায়তা চাই।”
নাজিম উদ্দিন বলেন, “এখানে হাজার হাজার মানুষের জীবন-জীবিকা জড়িত। বহিরাগতরা কোনোভাবে ঘাটের সঙ্গে যুক্ত নয়, অথচ তারাই অপপ্রচার চালাচ্ছে।”
পরে তারা “নিরাপদে বাঁচতে চাই — প্রশাসনের সহযোগিতা চাই, মৎস্য ঘাটের নিরাপত্তা চাই — প্রশাসনের সহযোগিতা চাই” ইত্যাদি স্লোগান দিয়ে ঘাট এলাকায় মিছিল করেন।
এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
