মাদারীপুরে দুই কোটি টাকার আবহাওয়ার যন্ত্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

মাদারীপুরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কেনা রেইন গজ মিটার স্থাপনে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুপুরে জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামারবাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান বুলবুল। এ সময় কৃষি সম্প্রসারনের কার্যালয়ের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চান তারা। তাৎক্ষনিক কাগজপত্র দেখাতে পারিনি কৃষি অফিস। তবে, আগামী ১৫ দিনের মধ্যে প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে অনুরোধ করেছেন দুদকের কর্মকর্তারা।
দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ২০১৮-১৯ অর্থ বছরে জেলার ৬০টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নে বসানো হয় আগাম আবহাওয়ার পূর্বাভাসের যন্ত্র রেইন গজ মিটার। তাপমাত্রা, আদ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস, আলোকঘণ্টাসহ ১০টি বিষয়ে তথ্য সংগ্রহ ও তা কৃষকদের মাঝে প্রকাশের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে উপসহকারি কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে বসানো রেইন গজ মিটার দেখাশোনা ও সাথে ইন্টারনেট সংযোগের জন্য প্রত্যেক উপসহকারি কৃষি কর্মকর্তাকে দেয়া হয় একটি করে ট্যাব, প্রিন্টার, সীম কার্ড ও মডেম। যার অধিকাংশেরই নেই কোন হদিস। রেইন গজ মিটার অকেজো ও যন্ত্রাংশের হসিন না থাকার এমন অভিযোগ জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরে অভিযানে যায় দুদকের ৫ সদস্যের একটি দল। পাশাপাশি সরেজমিনেও প্রতিটি ইউনিয়নে গিয়ে খোঁজ নেয়া হচ্ছে। প্রকল্পে কোন অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা সেটিও যাছাইবাঝাই করছে দুদক। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্যউপাত্ত কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে আইনী পদক্ষেপ নেয়া হবে।তিনি আরো বলেন আমরা মৌখিক ভাবে আরো অনিয়মের তথ্য পেয়েছি পরবর্তীতে এগুলোর অনুসন্ধান করা হবে।
এমএসএম / এমএসএম

সাভারে মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান ভুমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে; উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় একজন গ্রেফতার

বেড়ায় রাজপথ নৌ-পথ অবরোধসহ সকাল সন্ধ্যা হরতাল আহবান

বড়লেখায় ব্যবসায়ীর সাথে বিধবা নারীর প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ

বিসিএস ক্যাডার হওয়া এক গর্বিত স্বপ্নের নাম, শাকিল শেখ

কেরানীগঞ্জে প্রকাশ্যে খুন

চট্টগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বাকলিয়া থানা কমিটি গঠিত

চল্লিশ বছর পর চলনবিলে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত

লাকসমের ইউএনও কাউছার হামিদ ছাত্র-জনতাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন

তানোরে ভূমিদস্যু আ.লীগ নেতা গ্রেফতার

কসবা পৌর যুবদলের সদস্য সচিব রাকিব মিয়া চাঁদাবাজি ও প্রতারণা মামলায় গ্রেফতার
Link Copied