পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে কুপিয়ে জখম
নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের মাসকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন পঞ্চম শ্রেণীর ছাত্র আরিয়ান ও তাঁর পরিবারের অনন্য সদস্য।
আরিয়ান স্থানীয় ফুলকলি কিন্ডারগার্টেন এ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাসকান্দা গ্রামের আবুল পাত্তার ছেলে।
জানা গেছে,গত ১৩ জুন (শুক্রবার) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে মাসকান্দা গ্রামের মোঃ নুরুল ইসলাম ফকির (৫৪) তার বসত বাড়ির পূর্ব-দক্ষিণ কোণে জামগাছ থেকে জাম পাড়তে উঠলে,প্রতিবেশী মোঃ আব্দুল কুদ্দুছ ফকির (৬৫) ও তার ছেলে মোঃ রুমন ফকির (৩২) তাকে নিচে নামতে হুমকি দেয়। নুরুল ইসলাম গাছ থেকে নেমে প্রতিবাদ করলে কথার কাটাকাটির এক পর্যায়ে রুমন ফকির লোহার রামদা দিয়ে তাকে আঘাত করতে উদ্যত হয়। এতে নুরুল ইসলামের ভাই আবুল ফাতাহ ফকির (৪২) আঘাত ঠেকাতে গেলে তার ডান হাতে গুরুতর কাটা জখম হয়। একইভাবে ভাতিজা আরিয়ান (১৫) ঠেকাতে গেলে তার হাতের কব্জি ও কনুইয়ের মাঝখানে কাটা ও রগ ছেঁড়ার মতো মারাত্মক জখম হয়।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের মধ্যে আবুল ফাতাহ ফকির ও আরিয়ানকে স্থানীয়ভাবে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে আরিয়ানের অবস্থা আশঙ্কাজনক।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ নুর আলম।
ভুক্তভোগী নরুল ফকিরের সাথে কথা বললে,তিনি জানান,জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করেই এ হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এলাকাবাসীর সাথে কথা বললে তাঁরা জানান,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আব্দুল কুদ্দুস ফকির এলাকায় অনেক নৈরাজ্য সৃষ্টি করে,অনেকের জমি ভোগ দখল করে আসছিলো,উনার বিরুদ্ধে কেউ ভয়ে কথা বলে না। এখনোও উনি আগের মতই ভূমিদস্যু রয়ে গেছেন।
অভিযুক্ত আব্দুল কুদ্দুস ফকির এর সাথে কথা বললে,তিনি জানান,অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বলেন, উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল