ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে কুপিয়ে জখম


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৮-৬-২০২৫ দুপুর ১:৫১

নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের মাসকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন পঞ্চম শ্রেণীর ছাত্র আরিয়ান ও তাঁর পরিবারের অনন্য সদস্য। 

আরিয়ান স্থানীয় ফুলকলি কিন্ডারগার্টেন এ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাসকান্দা গ্রামের আবুল পাত্তার ছেলে।

জানা গেছে,গত ১৩ জুন (শুক্রবার) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে মাসকান্দা গ্রামের মোঃ নুরুল ইসলাম ফকির (৫৪) তার বসত বাড়ির পূর্ব-দক্ষিণ কোণে জামগাছ থেকে জাম পাড়তে উঠলে,প্রতিবেশী মোঃ আব্দুল কুদ্দুছ ফকির (৬৫) ও তার ছেলে মোঃ রুমন ফকির (৩২) তাকে নিচে নামতে হুমকি দেয়। নুরুল ইসলাম গাছ থেকে নেমে প্রতিবাদ করলে কথার কাটাকাটির এক পর্যায়ে রুমন ফকির লোহার রামদা দিয়ে তাকে আঘাত করতে উদ্যত হয়। এতে নুরুল ইসলামের ভাই আবুল ফাতাহ ফকির (৪২) আঘাত ঠেকাতে গেলে তার ডান হাতে গুরুতর কাটা জখম হয়। একইভাবে ভাতিজা আরিয়ান (১৫) ঠেকাতে গেলে তার হাতের কব্জি ও কনুইয়ের মাঝখানে কাটা ও রগ ছেঁড়ার মতো মারাত্মক জখম হয়।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের মধ্যে আবুল ফাতাহ ফকির ও আরিয়ানকে স্থানীয়ভাবে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে আরিয়ানের অবস্থা আশঙ্কাজনক। 

অভিযোগের সত্যতা নিশ্চিত করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ নুর আলম।

ভুক্তভোগী নরুল ফকিরের সাথে কথা বললে,তিনি জানান,জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করেই এ হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এলাকাবাসীর সাথে কথা বললে তাঁরা জানান,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আব্দুল কুদ্দুস ফকির এলাকায় অনেক নৈরাজ্য সৃষ্টি করে,অনেকের জমি ভোগ দখল করে আসছিলো,উনার বিরুদ্ধে কেউ ভয়ে কথা বলে না। এখনোও উনি আগের মতই ভূমিদস্যু রয়ে গেছেন।

অভিযুক্ত আব্দুল কুদ্দুস ফকির এর সাথে কথা বললে,তিনি জানান,অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। 

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বলেন, উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

টিনছাড়া ঘরে একাকী জীবন, অনাহারে দিন যায় অন্ধ হাজেরা খাতুনের

দক্ষিণ চট্টগ্রামে ইটভাটায় জ্বলছে বনের কাঠ

তানোরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় হুমকিতে পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

তারাগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জে চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, ২৯ রাউন্ড গুলিসহ ৬ টি পিস্তল উদ্ধার

কুড়িগ্রামে শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ১০ ডিগ্রি

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম