ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে আওয়ামী লীগের ২৫ প্রার্থী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪-৯-২০২১ দুপুর ৪:৫৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬নং  চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন ২৫ জন। একটি ওয়ার্ডে ২৫ জন  কাউন্সিলর প্রার্থী নির্বাচন করা নিয়ে আওয়ামী লীগের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা কেউ কাউকে ছাড় দিতে রাজি নন।

চট্টগ্রাম নিবাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার মনোনয়নপত্র জমা দেয়া শেষ দিনে মনোনয়ন জমা দেন চট্টগ্রাম মহানগর স্বেচছাসেক লীগের সদস্য দেলোয়ার হোসাইন ফরহাদ, চমেক হাসপাতালের স্টাফ কোয়াটারের  আবুল কালাম চৌধুরী, কাপোসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রহমান প্রকাশ হাজী সেলিম, ওয়ার্ড আ’লীগের যুগ্ম-সম্পাদক এডভোকেট নোমান চৌধুরী, জয়নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, থানা আওয়ামী লীগের সদস্য মো. শাহিদুল আজম, প্রয়াত কাউন্সলর গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নেসা খানম, চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর মোস্তফা টিনু, নগর আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক কাজী এনামুল হক দানুর পুত্র ও মহানগর যুবলীগের সদস্য কাজী মোহাম্মদ ইমরান, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, মো. আলী, যুবলীগ নেতা আকবর হোসেন চৌধুরী, থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক  মোহাম্মদ নূরুল হুদা, ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুর রব, মোহাম্মদ জামশেদ নেওয়াজ, মোহাম্মদ দেলোয়ার হাসান, মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর  মমতাজ খান, সদস্য শওকত ওসমান, ব্যবসায়ী নেতা মো. রুবেল সিদ্দিকী, আজিজুর রহমান, যুবলীগ নেতা মো. আলাউদ্দীন, যুবলীগ নেতা মোহাম্মদ জাবেদ, চকবাজার থানা যুবলীগের সাধারণ সম্পাদক কাজল প্রিয় বড়ুয়া, ওয়ার্ড আলীগ নেতা কায়সার আহমেদ, নগর বিএনপির সহ সাংগঠনিক একেএম সালাউদ্দিন কাউসার লাবু, আহমেদ ইয়াসমিন আহমেদ। প্রার্থীদের মধ্যে একজন বিএনপি ছাড়া অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেলোয়ার হোসেন ফরহাদ বলেন, আমি সারা জীবন এলাকার মানুষের জন্য কাজ করেছি, এলাকায় আমার বাপ দাদা পরিবারের অনেক অবদান রয়েছে। সমাজ সেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধওে জড়িত আছি। এলাকার মানুষ ভোটাধিকার পেলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

এলাকার প্রার্থীদের বিষয়ে চকবাজার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বলেন, যারা প্রার্থী হয়েছে তারা সবাই যোগ্য, যারা প্রার্থী হয়েছে অধিকাংশ আমাদের দলীয় লোকজন, ভোটাররা ভোট নিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন, দলীয় কোন প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নাও আসতে পারে সবাই যার যার অবস্থান থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে তিনি জানান।

চট্টগ্রাম সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তফসিল ঘোষণার পরপরই নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন সংগ্রহ করেছেন ২৫ জন। সোমবার ২৫ জনই তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ১৪  সেপ্টেম্বর যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯  সেপ্টেম্বর।

উল্লেখ্য, ১৮ মার্চ সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে পদটি শূন্য হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন।  পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে আগামী ৭ অক্টোবর।  

এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক