ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বড়লেখায় ষাটমাকণ্ঠ পত্রিকার মৌসুমি ফল উৎসব


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ৪:১৭

মৌলভীবাজারের বড়লেখায় ষাটমাকণ্ঠ পত্রিকার ব্যতিক্রমধর্মী মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার(২০ জুন) বিকালবেলা ষাটমাকন্ঠের কার্যলয়ে ষাটমা মিডিয়া লিমিটেড আয়োজনে উৎসবটি স্থানীয় মানুষের মাঝে যেমন উচ্ছ্বাস ছড়িয়েছে, তেমনি ফলভিত্তিক সচেতনতাও ছড়িয়ে দিয়েছে সবার মাঝে।

আয়োজনস্থলে ঢুকতেই চোখে পড়ে বাহারি সব মৌসুমি ফলের ঝলক। রঙে রঙে সেজেছে পুরো প্রাঙ্গণ। সবুজ কাঁচা আম আর হলুদ পাকা আমের ঘ্রাণ, কাঁঠালের তীব্র সুবাস, লিচুর টক-মিষ্টি সৌন্দর্য, জামরুলের আভিজাত্য, জাম আর আনারসের মনভোলানো গন্ধে যেন এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়।
বাঙালির গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে জড়িত এই ফলগুলো যেন নতুন করে মানুষের মাঝে প্রাণ ফেরায়। ফলের ঝুড়িগুলোতে সাজানো ছিল আম, কাঁঠাল, লিচু, জাম, লটকন, আনারস, তাল, জামরুল, কটবেল, করমচা, আমড়া, গুটিজাম, কাউফল, ডেউয়া ফল, সব মিলিয়ে যেন প্রকৃতি তার সকল রঙ মেলে ধরেছিল একসাথে।

ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আবুল কাসেমের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন ষাটমাকণ্ঠ প্রত্রিকার উপজেলা প্রতিনিধি আশফাক আহমদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, জুড়ী টিএন খানম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, জুডী শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, বর্তমান সভাপতি আনোয়ারুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, নতুন বড়কণ্ঠ প্রত্রিকার সম্পাদক রশিদ আহমদ খান, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, উপজেলা স্কাউট লিডার হালিমতুন সাদিয়া লিলি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান, উপজেলা নিসচা'র সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা যীশু দাস, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. জসিম উদ্দিন, হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষু পদ চক্রবর্তী, মাছরাঙা প্রকাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেখক মৃনাল কান্তি দাস, বিপনন কর্মকর্তা অম্লান দাস সৌরভ, উপজেলা কোয়াবের সভাপতি ফরহাদ হোসেন, ব্যবসায়ী নাদের আহমদ, শাহেদ আহমদ পাবেল, ফরহাদ আহমদ ও মাছরাঙা প্রকাশনের বুকশপ ম্যানেজার নয়ন চক্রবর্তী। 

এদিকে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন ষাটমাকন্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ আফজাল হোসেন রুমেল, পৌরসভা প্রতিনিধি রেদওয়ান আহমদ, সদর ইউনিয়ন প্রতিনিধি নিজাম উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন প্রতিনিধি শাহরিয়ার শাকিল, দক্ষিণভাগ ইউনিয়ন প্রতিনিধি অজিত রবিদাস- ছাইফুর রহমান, নিজবাহাদুরপুর ইউনিয়ন প্রতিনিধি এহসান আহমদ, বর্নি ইউনিয়ন প্রতিনিধি মাহিনুর ইসলাম মাহিন।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র‍্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন