ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহবান অভয়নগরে সাংবাদিকদের সঙ্গে শুভসংঘের মতবিনিময়

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা। সেই সচেতনতা বাড়াতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কারণ তাদের লেখা সংবাদ বিভিন্ন মাধ্যম দিয়ে শহর থেকে গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়। তাই মহামারি আকার ধারণের আগেই ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান করা হয়েছে।
শনিবার (২১ জুন) সকালে যশোরের অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় সভায় এমনই মতামত প্রকাশ করেন বক্তারা। বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার আয়োজনে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ ওরফে মাসুদ তাজ।
সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা এস এম আবিদ হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সহসাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য গাজী আবুল হোসেন, বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সহসভাপতি রাজয় রাব্বি, তাওহিদ রাহুল, যুগ্ম সম্পাদক তাওহিদ হাসান ওসামা, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, সদস্য মতিন গাজী, আব্দুল্লাহ বোখারী, সম্্রাট হোসেনসহ শুভসংঘের বন্ধুরা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ ব্যাপারে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান বলেন, ‘অভয়নগরে হঠাৎ ডেঙ্গু জ্বরের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অনেকে নিজ বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই। তাদের আহবানে স্থানীয় সাংবাদিকরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে ধারাবাহিক সংবাদ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রচার শুরু করবেন ইনশাআল্লাহ।’
এমএসএম / এমএসএম

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
