ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সব নীতি আদর্শ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশঃ কুড়িগ্রামে ফয়জুল করীম


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২৫ দুপুর ১২:১১

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “সব নীতি আদর্শ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ।” তিনি হুঁশিয়ার করে বলেন, “বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবে, তাদের সঙ্গে হাত মিলিয়ে কেউ ক্ষমতায় যেতে চাইলে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে এবং ভারতে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ।”

শনিবার (২১ জুন) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দলটির কুড়িগ্রাম জেলা সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং সংখ্যানুপাতে (পিআর পদ্ধতি) নির্বাচন নিশ্চিত করার দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ থেকে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মুফতি ফয়জুল করীম। প্রার্থীরা হলেন—কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে আলহাজ্ব হারিছুল বারী রনি, কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নূর বখত, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ডা. মো. আক্কাস আলী সরকার এবং কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।

সমাবেশে ফয়জুল করীম আরও বলেন, “আমরা জীবন দেবো, রক্ত দেবো, কিন্তু কারও গোলামি করবো না ইনশাআল্লাহ। এই আন্দোলন এখনও শেষ হয়নি। এবার হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।”

তিনি বলেন, “ইসলামী দলগুলোকে ক্ষমতায় যেতে দিতে হবে। কারণ ইসলামী অর্থনীতি গরিববান্ধব, ন্যায়ের ভিত্তিতে পরিচালিত। পুঁজিবাদ শুধু ধনীদের আরও ধনী করে, গরিবদের করে আরও গরিব।”

অতীতের শাসকদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “চোর দিয়ে চুরি বন্ধ হয় না, খুনি দিয়ে খুন থেমে থাকে না। দেশ গড়তে হলে সৎ নেতৃত্ব আনতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না অবিচার। সকল শ্রেণি-পেশার মানুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাবে সমান অধিকার।”

গণসমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছাড়াও জামায়াতে ইসলামি ও এনসিপির নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ফয়জুল করীম।

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা