বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স চালু ও পূর্ণাঙ্গ সরকারিকরণের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও পূর্ণাঙ্গ সরকারিকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা। রবিবার (২২ জুন) দুপুর ১ ঘটিকায় কলেজের গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে ছাত্রশিবির কলেজ শাখা সেক্রেটারি আব্দুল আহাদ ইমরানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা শহর শাখা সভাপতি হুমায়ুন কবির সাজু। বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা উপজেলা দক্ষিণের সভাপতি আব্দুর রহমান এবাদ ও উপজেলা পশ্চিমের সভাপতি কামরান আহমদ। এছাড়া আরও বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা শহর সেক্রেটারি নোমান আহমদ, ছাত্র জমিয়ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ, বড়লেখা শহর শিবিরের বায়তুলমাল সম্পাদক এমদাদুল হক এমাদ, বড়লেখা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক অনিকুর রহমান, বড়লেখা শহরের স্কুল বিষয়ক সম্পাদক মো কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন, কলেজ বিষয়ক সম্পাদক শামসুল আলম হাসান এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন কলেজের সাধারণ শিক্ষার্থী আব্দুর রহমান জুবায়ের।
মানববন্ধন কর্মসূচীতে নেতৃবৃন্দ বলেন, বিগত সরকারের আমলে সুযোগ থাকা সত্ত্বেও কলেজে অনার্স কোর্স চালু করা হয়নি। মৌলভীবাজার জেলার সকল সরকারি কলেজে অনার্স কোর্স চালু থাকলেও উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু করা হয়নি। সুতরাং, অনতিবিলম্বে অত্র কলেজে অনার্স কোর্স চালু করে সকল শিক্ষার্থী ও উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হব। তাছাড়া সকল শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত নিশ্চিত করতে হবে। কলেজের মসজিদের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। পূর্ণাঙ্গ কলেজের স্বীকৃতি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন করে অনার্স কোর্স চালু করার জন্য দ্রুত সময়ের মধ্যে UGC ও শিক্ষা মন্ত্রনালয়ের কাছে দাবিপত্র পাঠানো জন্য কলেজ প্রশাসনের কাছে জোর দাবী জানানো হয়।মানববন্ধন শেষে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রধান করেন শিবির নেতৃবৃন্দ। কলেজের অধ্যক্ষ তোফায়েল আহাম্মাদ স্মারকলিপি গ্রহনের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।
এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড
