কুড়িগ্রামে সরকারি চাল কালোবাজারে : অবশেষে মামলা
কুড়িগ্রামের উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২০ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় চাল পরিবহনের অভিযোগে দুই ভ্যানচালকসহ আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের হলেও দিনভর নানা নাটকীয়তার পর গভীর রাতে থানায় মামলা দায়ের হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে উলিপুর খাদ্যগুদাম থেকে দুটি ভ্যানগাড়িতে ৫০ কেজি ওজনের সরকারি সিলযুক্ত ২০ বস্তা চাল বের হয়। পরে ভ্যানগাড়ি দুটি শহরের মধ্য বাজারের মেসার্স কাশেম চালকলের মালিক সেকেন্দার আলীর দোকানে নামিয়ে দিতে থাকেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে ভ্যানগাড়িসহ চাল আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ভ্যানচালক আব্দুল কুদ্দস ও শহীদ আলীর কাছে জানতে চায়। তাদের ভাষ্যমতে চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার পুবেল সরদারের। এসব চাল খাদ্য ব্যবসায়ী সেকেন্দার আলীর কাছে বিক্রির করেছেন বলে জানান তারা। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া ও ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা শাহিনুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ ২০ বস্তা (এক মে. টন) চাল, দোকান ম্যানেজার আনোয়ার হোসেনসহ ভ্যানচালকদের থানায় নিয়ে আসে। রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া বাদী হয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার পুবেল সরদার, দোকান মালিক সেকেন্দার আলী ও ম্যানেজার আনোয়ার হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন, মামলা নং-১৬।
সরকারি চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়লেও দিনভর খাদ্যগুদাম কর্মকর্তাদের নানা নাটকীয়তার পর গভীর রাতে মামলা হওয়ায় গুদাম কর্মকর্তাদের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা শাহিনুর রহমান উলিপুরে যোগদানের পর থেকে একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে অনিয়ম-দুর্নীতি করে সরকারের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। সাম্প্রতিক সময়ে ধান, চাল সংগ্রহের অনিয়ম করায় উলিপুর খাদ্যগুদামে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার দুটি তদন্ত কমিটি গঠন খাদ্য বিভাগ। তদন্ত হওয়ার তিন সপ্তাহ পার হলেও কোনো তদন্ত প্রতিবেদন জমা হয়নি এবং স্বকর্মস্থলে বহালতবিয়তে রয়েছেন উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সাথে এ কর্মকর্তার ইন্ধন রয়েছে বলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া বলেন, সরকারি চাল আটকের ঘটনায় থানায় এজাহার দেয়া হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দোকান ম্যানেজারকে আটক করা হয়েছে। সাক্ষীদের জবানবন্দির জন্য ভ্যানচালকদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি