জামায়াতের দলীয় প্রতীক ফিরে পাওয়ায় পূর্বধলায় দলীয় নেতাকর্মীদের উচ্ছাস
দীর্ঘ আইনি লড়াইয়ে অবশেষে দলের নিবন্ধনের পর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। এমন খবরে নেত্রকোণার পূর্বধলা উপজেলা জামায়াতের নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে। নেত্রকোণা জেলায় ছাত্র-শিবিরের নেতা কর্মীদের জামায়াতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লার ছবি নিয়ে রাস্তায় আনন্দ মিছিল করতে দেখা গেছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘যেহেতু রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এ আদেশের আর্টিকেল ৯০বি এর শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দল কর্তৃক নিবন্ধনের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলকে নির্বাচন কমিশন সচিবালয়ের ৫ নভেম্বর ২০০৮/২১ কার্তিক ১৪১৫ তারিখের নিকস/প্র-৩/রাদ/৫(৪৪)/২০০৮/১১৪১ সংখ্যক প্রজ্ঞাপনমূলে নিবন্ধন দেওয়া হয়েছিল (নিবন্ধন নম্বর-০১৪, তারিখ : ৪ নভেম্বর ২০০৮); এবং যেহেতু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর-৬৩০ অব ২০০৯ এর প্রদত্ত রায়ের সূত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের ১৩ কার্তিক ১৪২৫/২৮ অক্টোবর ২০১৮ তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়।’
বলা হয়, ‘যেহেতু, সিভিল আপিল নং ১৩৯ অব ২০১৩ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৩১১২ অব ২০১৩ এ আপিল বিভাগ কর্তৃক হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর-৬৩০ অব ২০০৯ এর প্রদত্ত রায় বাতিলপূর্বক দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দিয়েছে; সেহেতু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল আপিল নং ১৩৯ অব ২০১৩ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৩১১২ অব ২০১৩ এর প্রদত্ত রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮ তারিখের প্রজ্ঞাপনটি এতদ্বারা বাতিলক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।’
এর আগে, ১ জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ।
একই সঙ্গে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে জানায় আপিল বিভাগ। আপিল বিভাগের নির্দেশে ইসি দলটিকে তাদের হারানো প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেয়।
পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জয়নাল আবেদীন বলেন, রাজনৈতিক অবস্থানসহ নানা ইস্যুকে কেন্দ্র করে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। এরপর দলটি এতদিন নানা অত্যাচার জুলুম সহ্য করে নানা কৌশলে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল।
নেত্রকোণার জেলা জামায়াতের এ্যাসিসটেন্ট সেক্রেটারী ও পূর্বধলা আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, জামায়াতের নিবন্ধনসহ দলীয় প্রতীক ফিরিয়ে দেওয়ায় আমরা খুব খুশি। এ রায়ের মাধ্যমে আদালত ন্যায় বিচার ও ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে এবং বিচার বিভাগের ধ্বংশস্তুপের মাঝে ন্যায়ের প্রদীপ জ¦লতে শুরু করছে।
নেত্রকোণা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাও: ছাদেক আহমদ হারিছ বলেন, বিগত ফ্যাসিট আওয়ামী লীগ সরকার আদালতের ফরমায়েসি রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল, সেই সাথে প্রতীক ছিনিয়ে নিয়েছিল। আওয়ামী সরকারের পতনের পর আদালতের মাধ্যমেই আমরা দলীয় নিবন্ধনসহ দলীয় প্রতীক ফিরে পাওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান
শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ
বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা
নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা
কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া
নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন
সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি