মানিকগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণ, থানায় মামলা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেছেন। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত চাচাতো ভাইয়ের নাম জাকির হোসেন (২১)। সে উপজেলার রাধানগর গ্রামের আজিজুর রহমান গাজীর ছেলে।
মামলাসুত্রে জানা গেছে, গত ১৭ জুন (মঙ্গলবার) বিকেলে অভিযুক্ত জাকির হোসেন তার ছোট বোনকে দিয়ে শিশুটিকে তার নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটির গায়ের ওরনা দিয়ে শিশুটির হাত পা ও মুখ বেঁধে জোড়পুর্বক ধর্ষণ করে। ধর্ষণ করার পর জাকির হোসেন ভুক্তভোগী ওই শিক্ষার্থীর গলায় দা ঠেকিয়ে ঘটনার বিষয়ে পরিবারের কাউকে না জানাতে হুমকি প্রদান করে। ঘটনার পর ভুক্তভোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের লোকজন এ বিষয়ে তার কাছ জানতে চায়। পরে শিশুটি ধর্ষণের কথা পরিবারকে জানায়, এরপর গত ২১ জুন তাকে সাটুরিয়া মডার্ণ ক্নিনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়ার দুইদিন পরেও ভুক্তভোগীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ২২ জুন তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত জাকির হোসেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করা হবে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে মাদক বিরোধী এবং চুরি ও জুয়া প্রতিরোধে আলোচনা সভা
হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার
নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা
মাগুরায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকান পুড়ে ছাই
রায়গঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রায় সকাল থেকেই ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের ভিড়
যশোর-৬ বিএনপি'র মনোনয়ন হারিয়েছেন শ্রাবণ চুড়ান্ত টিকিট পেলেন আবুল হোসেন আজাদ
পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন মোস্তফা জামাল হায়দার
সন্দ্বীপের মুছাপুরে এতিমদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের তাপমাত্রা ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
জল্পনা-কল্পনা শেষে ঝিনাইদহে স্থগিত ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা