উদ্যম ফাউন্ডেশনের বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) রাজধানীর শহীদ মীর মুগ্ধ মঞ্চে অনুষ্ঠিত হলো বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ এবং থানা পর্যায়ের প্রতিনিধিদের মাঝে গাছ বিতরণ কর্মসূচি।
“গাছ লাগাই,প্রাণ বাঁচাই সবুজে গড়ি আগামী” এই স্লোগানে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পেশার মানুষ,স্বেচ্ছাসেবক,থানা প্রতিনিধি ও পরিবেশপ্রেমীরা।বৃক্ষ মেলায় প্রদর্শিত হয় দেশীয় ফলদ,বনজ ও ভেষজ গাছের চারা।স্থানীয় নার্সারি ও পরিবেশ সংগঠনগুলোর অংশগ্রহণে মেলা হয়ে ওঠে বৈচিত্র্যময় ও সচেতনতা বাড়ানোর একটি মাধ্যম।
অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।পরে থানা প্রতিনিধিদের মাঝে চারা গাছ বিতরণ করা হয় এবং সকলকে নিজ এলাকায় গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সভাপতিত্ব করেন
উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশের আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম প্রিন্স।প্রধান অতিথির বক্তব্যে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো একটি পবিত্র দায়িত্ব। এই ধরনের আয়োজন শুধু চারাগাছ বিতরণ নয়, এটি একটি আন্দোলন—যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারি।
সভাপতির বক্তব্যে তিনি বলেন “এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়,এটি দীর্ঘমেয়াদি সামাজিক দায়িত্বের অংশ।আমরা চাই প্রতিটি থানা, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠুক সবুজে ঘেরা।”
ইঞ্জি: ইসমাঈল হোসেন পাটওয়ারী ও মান্নান তালুকদার মাহিন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে বৃক্ষরোপণ ও সবুজায়নকে আন্দোলনে রূপ দিতে হবে।এতে সমাজের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করাই সময়ের দাবি।
অনুষ্ঠান শেষে সবাই পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম

রাজউকের মোবাইল কোর্ট: ১০ লাখ টাকা জরিমানা, ১৩ মিটার জব্দ

ডিএসসিসির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন

সফিপুরে ভুয়া ডাক্তারের প্রতারণা: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

বাদলেস চট্টগ্রাম ভুয়া কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির তীব্র প্রতিবাদ জ্ঞাপন

তানভীর আহমেদ রবিন: ভবিষ্যৎ বাংলাদেশ গড়ায় এক যোগ্য উত্তরসূরি

চাঁদার দাবিতে কর্তৃপক্ষকে না পেয়ে শ্রমিকদেরকে মারধরের অভিযোগ

আকিজ রেডিমিক্স কনক্রিট শ্রমিকদের বেতন ও টিপ ভাতা বৃদ্ধির দাবিতে বন্ধন

২ দিনের রিমান্ডে ই- অরেঞ্জ' র সিইও আমান উল্লাহ চৌধুরী

উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নির্বাচনে ড. নুর ও মাহবুব প্যানেলের নিরঙ্কুশ জয়

জিয়া পরিষদ জীবন বীমা কর্পোরেশেনের কমিটি গঠন নিয়ে সমালোচনা, বিলুপ্তির দাবি

দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেফতার

গাজীপুরে ভূমিদস্যুর কবলে খাল, ছয় মাস পানিবন্দী হাজার পরিবার
