ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

উদ্যম ফাউন্ডেশনের বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৬-৬-২০২৫ রাত ৯:৪

পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) রাজধানীর শহীদ মীর মুগ্ধ মঞ্চে অনুষ্ঠিত হলো বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ এবং থানা পর্যায়ের প্রতিনিধিদের মাঝে গাছ বিতরণ কর্মসূচি।

“গাছ লাগাই,প্রাণ বাঁচাই সবুজে গড়ি আগামী” এই স্লোগানে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পেশার মানুষ,স্বেচ্ছাসেবক,থানা প্রতিনিধি ও পরিবেশপ্রেমীরা।বৃক্ষ মেলায় প্রদর্শিত হয় দেশীয় ফলদ,বনজ ও ভেষজ গাছের চারা।স্থানীয় নার্সারি ও পরিবেশ সংগঠনগুলোর অংশগ্রহণে মেলা হয়ে ওঠে বৈচিত্র্যময় ও সচেতনতা বাড়ানোর একটি মাধ্যম।

অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।পরে থানা প্রতিনিধিদের মাঝে চারা গাছ বিতরণ করা হয় এবং সকলকে নিজ এলাকায় গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও  সভাপতিত্ব করেন 

উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশের আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম প্রিন্স।প্রধান অতিথির বক্তব্যে  জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো একটি পবিত্র দায়িত্ব। এই ধরনের আয়োজন শুধু চারাগাছ বিতরণ নয়, এটি একটি আন্দোলন—যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারি।

সভাপতির বক্তব্যে তিনি বলেন “এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়,এটি দীর্ঘমেয়াদি সামাজিক দায়িত্বের অংশ।আমরা চাই প্রতিটি থানা, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠুক সবুজে ঘেরা।”

ইঞ্জি: ইসমাঈল হোসেন পাটওয়ারী ও মান্নান তালুকদার মাহিন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে বৃক্ষরোপণ ও সবুজায়নকে আন্দোলনে রূপ দিতে হবে।এতে সমাজের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করাই সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে সবাই পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল