লোহাগড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী
নড়াইলের লোহাগড়া পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অজুহাতে পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, নির্মাণকাজে অনিয়ম ও গাফিলতির মাধ্যমে জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৬ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় গোরস্থান ও আল-মারকাজুলে যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সাম্প্রতিক সময়ে সড়কটি সংস্কারের জন্য লোহাগড়া পৌরসভা দরপত্র আহ্বান করলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইডেন এন্টারপ্রাইজ কাজের আদেশ পায়। তবে এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানটি নিম্নমানের উপকরণ ব্যবহার করছে এবং কাজের গতি অত্যন্ত ধীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, আন-নুর কমপ্লেক্স মারকাজুলের শিক্ষক, শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। বিশেষ করে কেন্দ্রীয় গোরস্থানে মৃতদেহ নেওয়ার সময় কাদাপানিতে আটকে পড়ে যানবাহন ও স্বজনরা পড়েন মারাত্মক সমস্যায়।
স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটা যায় না। আমি নিজেই একদিন পড়ে গিয়েছিলাম। কত দিন বলবো আমরা!” একই অভিযোগ আন-নুর কমপ্লেক্সের একজন শিক্ষকও করে বলেন, “আমাদের স্কুল ভবনের নির্মাণকাজ চলছে। যাতায়াতের জন্য গাড়ি আনতে ভয় লাগে, শিক্ষার্থীরাও দুর্ভোগে।”
অভিযোগ রয়েছে, সড়ক নির্মাণে পর্যাপ্ত পরিমাণে মাটি ও খোয়া ব্যবহার না করে তড়িঘড়ি করে নিম্নমানের মালামাল ফেলা হয়েছে। এছাড়া খোঁড়াখুঁড়ি করে রাস্তা খোলা রেখে কাজ ফেলে রাখায় আশপাশে ধুলাবালি ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে লোহাগড়া পৌরসভার প্রকৌশলী রতন রায় জানান, “আমরা ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে তলব করেছি। তারা জানিয়েছে, জুন মাসে অর্থবছর ক্লোজিংয়ের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আগামী জুলাইয়ের মধ্যেই কাজ শেষ করা হবে।”
স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে এবং গুণগত মান নিশ্চিত করা না হলে গণআন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫