ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

লোহাগড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৬-৬-২০২৫ রাত ১০:০

নড়াইলের লোহাগড়া পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অজুহাতে পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, নির্মাণকাজে অনিয়ম ও গাফিলতির মাধ্যমে জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৬ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় গোরস্থান ও আল-মারকাজুলে যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সাম্প্রতিক সময়ে সড়কটি সংস্কারের জন্য লোহাগড়া পৌরসভা দরপত্র আহ্বান করলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইডেন এন্টারপ্রাইজ কাজের আদেশ পায়। তবে এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানটি নিম্নমানের উপকরণ ব্যবহার করছে এবং কাজের গতি অত্যন্ত ধীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন-নুর কমপ্লেক্স মারকাজুলের শিক্ষক, শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। বিশেষ করে কেন্দ্রীয় গোরস্থানে মৃতদেহ নেওয়ার সময় কাদাপানিতে আটকে পড়ে যানবাহন ও স্বজনরা পড়েন মারাত্মক সমস্যায়।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটা যায় না। আমি নিজেই একদিন পড়ে গিয়েছিলাম। কত দিন বলবো আমরা!” একই অভিযোগ আন-নুর কমপ্লেক্সের একজন শিক্ষকও করে বলেন, “আমাদের স্কুল ভবনের নির্মাণকাজ চলছে। যাতায়াতের জন্য গাড়ি আনতে ভয় লাগে, শিক্ষার্থীরাও দুর্ভোগে।”

অভিযোগ রয়েছে, সড়ক নির্মাণে পর্যাপ্ত পরিমাণে মাটি ও খোয়া ব্যবহার না করে তড়িঘড়ি করে নিম্নমানের মালামাল ফেলা হয়েছে। এছাড়া খোঁড়াখুঁড়ি করে রাস্তা খোলা রেখে কাজ ফেলে রাখায় আশপাশে ধুলাবালি ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

এ বিষয়ে লোহাগড়া পৌরসভার প্রকৌশলী রতন রায় জানান, “আমরা ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে তলব করেছি। তারা জানিয়েছে, জুন মাসে অর্থবছর ক্লোজিংয়ের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আগামী জুলাইয়ের মধ্যেই কাজ শেষ করা হবে।”

স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে এবং গুণগত মান নিশ্চিত করা না হলে গণআন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ