বাংলাদেশ ইনোভেশন পার্টির জরুরি আলোচনা সভা: “মানবিক বাংলাদেশ গড়ার পথে ঐক্যবদ্ধ প্রয়াস”

দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে একটি জরুরি আলোচনা সভার আয়োজন করল বাংলাদেশ ইনোভেশন পার্টি।
শুক্রবার বিকেল ৫টায় ঢাকার বিজয়নগরে এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান উজ্জ্বল মোল্যা এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আরাফাত রহমান হিমেল।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনোভেশন পার্টির চেয়ারম্যান উজ্জ্বল মোল্যা। তিনি বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে মানুষে মানুষে বিভেদ থাকবে না, থাকবে না ক্ষুধা, বৈষম্য ও দুর্নীতি। আমাদের রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে মানবিক বাংলাদেশ নির্মাণ করা। এজন্য আমাদের দরকার নতুন ভাবনা, নতুন নেতৃত্ব এবং সত্যিকারের জনকল্যাণমুখী রাজনীতি।”
পার্টির মহাসচিব হাবিবুর রহমান বাবু তার বক্তব্যে বলেন, “বর্তমানে দেশে যে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিরাজ করছে, তা দূর করতে হলে প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ। বাংলাদেশ ইনোভেশন পার্টি এই ঐক্য গড়ার পথিকৃৎ হতে চায়।”
সিনিয়র সহসভাপতি আরাফাত রহমান হিমেল বলেন,“আমাদের সময় এসেছে রাজনীতিকে তরুণদের হাতে তুলে দেওয়ার। প্রযুক্তি, ইনোভেশন ও মানবিক চিন্তাধারার সমন্বয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত হবে।”
দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বলেন,“আমাদের সংগঠন নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের সমস্যা ও চাহিদা নিরূপণে কাজ করছে। আজকের এই সভা সেই ধারাবাহিকতারই অংশ। আমরা বিশ্বাস করি, তথ্যভিত্তিক পরিকল্পনা ও দায়বদ্ধ নেতৃত্বের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারব।”
প্রচার সম্পাদক ইব্রাহীম হোসেন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম হোক কিংবা মাঠপর্যায়ে, আমরা আমাদের বার্তা ছড়িয়ে দিচ্ছি—আমরা অন্যরকম রাজনীতি চাই। একটি স্বচ্ছ, মানবিক ও উদ্ভাবনী রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশ ইনোভেশন পার্টি মানুষের আস্থার প্রতীক হতে চায়।”
সভায় উপস্থিত কার্যনির্বাহী সদস্য মিশু আহমেদ বলেন,
“তরুণ সমাজকে সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। দেশে পরিবর্তন আনতে হলে আগে নিজেদের বদলাতে হবে—এই বিশ্বাস নিয়েই আমরা কাজ করছি।”
মিরাজ চৌধুরী বলেন,“শুধু সমালোচনা নয়, আমরা সমাধান চাই। আমরা জানি কীভাবে সমস্যার সমাধান করতে হয়, এবং তার জন্যই আমাদের এই সংগ্রাম।”
নাঈম হোসেন বলেন, “মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করাই হবে আমাদের প্রথম দায়িত্ব। একটি মানবিক রাষ্ট্র গঠনে এটাই আমাদের অঙ্গীকার।”
মহাসীন বলেন, “বাংলাদেশ ইনোভেশন পার্টি দেশের প্রতিটি মানুষের কথা বলছে—তারা যাদের কথা কেউ শোনে না। আমরা চাই প্রতিটি কণ্ঠস্বর শুনতে এবং মূল্যায়ন করতে।”
হীরা আহমেদ বলেন,“এই দলটি শুধু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি একটি আন্দোলন, একটি দৃষ্টিভঙ্গির নাম। মানবিকতা, প্রযুক্তি এবং সততার উপর ভর করেই আমরা দেশকে এগিয়ে নিতে চাই।”
আলোচনা সভার সমাপনী বক্তব্যে সকল নেতৃবৃন্দ দেশের প্রতিটি মানুষকে দলের সাথে সংযুক্ত হয়ে “মানবিক বাংলাদেশ” গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, ন্যায্য ও মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ ইনোভেশন পার্টির এই উদ্দীপনামূলক আলোচনা সভা সারা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং তরুণ সমাজের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
এমএসএম / এমএসএম

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

আড়াইহাজারে বিএনপি'র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা
