ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ইনোভেশন পার্টির জরুরি আলোচনা সভা: “মানবিক বাংলাদেশ গড়ার পথে ঐক্যবদ্ধ প্রয়াস”


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৬-২০২৫ রাত ৯:১১

দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে একটি জরুরি আলোচনা সভার আয়োজন করল বাংলাদেশ ইনোভেশন পার্টি।

শুক্রবার বিকেল ৫টায় ঢাকার বিজয়নগরে এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান উজ্জ্বল মোল্যা এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আরাফাত রহমান হিমেল।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনোভেশন পার্টির চেয়ারম্যান উজ্জ্বল মোল্যা। তিনি বলেন,  “আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে মানুষে মানুষে বিভেদ থাকবে না, থাকবে না ক্ষুধা, বৈষম্য ও দুর্নীতি। আমাদের রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে মানবিক বাংলাদেশ নির্মাণ করা। এজন্য আমাদের দরকার নতুন ভাবনা, নতুন নেতৃত্ব এবং সত্যিকারের জনকল্যাণমুখী রাজনীতি।”

পার্টির মহাসচিব হাবিবুর রহমান বাবু তার বক্তব্যে বলেন, “বর্তমানে দেশে যে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিরাজ করছে, তা দূর করতে হলে প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ। বাংলাদেশ ইনোভেশন পার্টি এই ঐক্য গড়ার পথিকৃৎ হতে চায়।”

সিনিয়র সহসভাপতি আরাফাত রহমান হিমেল বলেন,“আমাদের সময় এসেছে রাজনীতিকে তরুণদের হাতে তুলে দেওয়ার। প্রযুক্তি, ইনোভেশন ও মানবিক চিন্তাধারার সমন্বয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত হবে।”

দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বলেন,“আমাদের সংগঠন নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের সমস্যা ও চাহিদা নিরূপণে কাজ করছে। আজকের এই সভা সেই ধারাবাহিকতারই অংশ। আমরা বিশ্বাস করি, তথ্যভিত্তিক পরিকল্পনা ও দায়বদ্ধ নেতৃত্বের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারব।”

প্রচার সম্পাদক ইব্রাহীম হোসেন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম হোক কিংবা মাঠপর্যায়ে, আমরা আমাদের বার্তা ছড়িয়ে দিচ্ছি—আমরা অন্যরকম রাজনীতি চাই। একটি স্বচ্ছ, মানবিক ও উদ্ভাবনী রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশ ইনোভেশন পার্টি মানুষের আস্থার প্রতীক হতে চায়।”

সভায় উপস্থিত কার্যনির্বাহী সদস্য মিশু আহমেদ বলেন,
“তরুণ সমাজকে সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। দেশে পরিবর্তন আনতে হলে আগে নিজেদের বদলাতে হবে—এই বিশ্বাস নিয়েই আমরা কাজ করছি।”

মিরাজ চৌধুরী বলেন,“শুধু সমালোচনা নয়, আমরা সমাধান চাই। আমরা জানি কীভাবে সমস্যার সমাধান করতে হয়, এবং তার জন্যই আমাদের এই সংগ্রাম।”

নাঈম হোসেন বলেন, “মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করাই হবে আমাদের প্রথম দায়িত্ব। একটি মানবিক রাষ্ট্র গঠনে এটাই আমাদের অঙ্গীকার।”

মহাসীন বলেন, “বাংলাদেশ ইনোভেশন পার্টি দেশের প্রতিটি মানুষের কথা বলছে—তারা যাদের কথা কেউ শোনে না। আমরা চাই প্রতিটি কণ্ঠস্বর শুনতে এবং মূল্যায়ন করতে।”

হীরা আহমেদ বলেন,“এই দলটি শুধু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি একটি আন্দোলন, একটি দৃষ্টিভঙ্গির নাম। মানবিকতা, প্রযুক্তি এবং সততার উপর ভর করেই আমরা দেশকে এগিয়ে নিতে চাই।”

আলোচনা সভার সমাপনী বক্তব্যে সকল নেতৃবৃন্দ দেশের প্রতিটি মানুষকে দলের সাথে সংযুক্ত হয়ে “মানবিক বাংলাদেশ” গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, ন্যায্য ও মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ইনোভেশন পার্টির এই উদ্দীপনামূলক আলোচনা সভা সারা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং তরুণ সমাজের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

এমএসএম / এমএসএম

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক

আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ