ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

পর্ব ২

গাজীপুরে ভূমিদস্যুর কবলে খাল, ছয় মাস পানিবন্দী হাজার পরিবার


এম এস রহমান  photo এম এস রহমান
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৫:৫৫

গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে জলাবদ্ধতা এখন চরম দুর্ভোগে রূপ নিয়েছে। অল্প বৃষ্টিতেই এলাকা প্লাবিত হয়ে পড়ে, রাস্তাঘাট হয়ে ওঠে চলাচলের অনুপযোগী। বছরের প্রায় ছয় মাস পানিবন্দী অবস্থায় থাকতে হয় এলাকাবাসীকে। তাদের দাবি—এ সংকটের মূল কারণ decades পুরনো খাল দখল করে রাখায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়া।

স্থানীয়রা জানায়, এক সময়কার গুরুত্বপূর্ণ শফিউল্লাহ খাল আজ ভূমিদস্যুদের কবলে। উত্তর পানিসাইল থেকে দক্ষিণ পানিসাইল হয়ে নালা ও চক্রবর্তী খালের সঙ্গে সংযুক্ত খালটি বর্তমানে অবরুদ্ধ। খালপাড় দখল করে নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা, যা বৃষ্টির পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে। এতে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে এলাকার বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাট।

এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী মহল খাল ও তার আশপাশের সরকারি সম্পত্তি দখল করে রেখেছে। গাজীপুর জেলার ১ নম্বর খতিয়ানের আরএস রেকর্ডে ১২৫ নম্বর দাগটি জনসাধারণের খাল হিসেবে উল্লেখ থাকলেও সেখানে এখন গড়ে উঠেছে ইট-কাঠের স্থায়ী অবকাঠামো। এই দখলদারিত্বের ফলে এলাকার পরিবেশ বিপর্যস্ত, বাড়ছে মশার উৎপাত ও পানিবাহিত রোগের প্রকোপ।

অনুসন্ধানে জানা যায়, পলাশ গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেড, সোনালী ব্যাংক অফিসার সমবায় সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক বহুমুখী সমবায় সমিতি—এই তিন প্রতিষ্ঠানের নামে একত্রে করা হয় একটি দলিল। ১৯৯৩ সালের ১০ মার্চ গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিলটি সম্পাদিত হয়। যেখানে ৬৭টি এসএ খতিয়ান ও ৯১টি আরএস দাগের বিপরীতে ৭৫.১২ একর জমির মধ্যে ৬০.৩৯ একর সম্পত্তি রেজিস্ট্রিকৃত হয়। যদিও দলিলে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, অংশবিশেষ জমি জনস্বার্থে রাস্তা ও খাল হিসেবে ব্যবহৃত হবে।

তবে বাস্তব চিত্র হলো, সেই খাল দখল হয়ে গেছে এবং রাস্তার অবস্থাও করুণ। বৃষ্টির পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে স্কুলগামী শিশু, কর্মজীবী নারী-পুরুষ সবাই চরম দুর্ভোগে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন জানলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বারবার লিখিত অভিযোগ দিয়েও তারা কোনো ফল পাননি। এখন এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। তাদের দাবি—শফিউল্লাহ খাল দখলমুক্ত করে দ্রুত খনন ও সংস্কার করতে হবে, রাস্তা সংস্কারের উদ্যোগ নিতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে।

ভুক্তভোগীদের মতে, এই খাল উদ্ধারে প্রশাসনের আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপই পারে গাজীপুরের হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘব করতে।

এমএসএম / এমএসএম

রাজউকের মোবাইল কোর্ট: ১০ লাখ টাকা জরিমানা, ১৩ মিটার জব্দ

ডিএসসিসির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন

সফিপুরে ভুয়া ডাক্তারের প্রতারণা: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

বাদলেস চট্টগ্রাম ভুয়া কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির তীব্র প্রতিবাদ জ্ঞাপন

তানভীর আহমেদ রবিন: ভবিষ্যৎ বাংলাদেশ গড়ায় এক যোগ্য উত্তরসূরি

চাঁদার দাবিতে কর্তৃপক্ষকে না পেয়ে শ্রমিকদেরকে মারধরের অভিযোগ

আকিজ রেডিমিক্স কনক্রিট শ্রমিকদের বেতন ও টিপ ভাতা বৃদ্ধির দাবিতে বন্ধন

২ দিনের রিমান্ডে ই- অরেঞ্জ' র সিইও আমান উল্লাহ চৌধুরী

উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নির্বাচনে ড. নুর ও মাহবুব প্যানেলের নিরঙ্কুশ জয়

জিয়া পরিষদ জীবন বীমা কর্পোরেশেনের কমিটি গঠন নিয়ে সমালোচনা, বিলুপ্তির দাবি

দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেফতার

গাজীপুরে ভূমিদস্যুর কবলে খাল, ছয় মাস পানিবন্দী হাজার পরিবার

উত্তরায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, প্রাণ গেল ৩ জনের