ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে শারমিন


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২২-৮-২০২৫ রাত ১১:৩৮

সোশ্যাল মিডিয়ায় পুরুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আফরোজা আক্তার শারমিনের বিরুদ্ধে। রাজধানীর গুলশান, বারিধারা, বনানী এবং কক্সবাজার এর বিভিন্ন অভিজাত হোটেলে নিয়ে এসে তাদের সাথে সম্পর্ক করে পুরুষদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে গুলশান স্পা সেন্টারে কর্মরত ব্যাবসায়ী আফরোজা আক্তার শারমিন।

অনুসন্ধানে জানা যায় কিশোরগঞ্জের বাজিতপুর শান্তিরকান্দা এলাকার মো. নজরুল মিয়ার কন্যা আফরোজা আক্তার শারমিন সমাজের বিত্তশালী, ব্যবসায়ী, উচ্চপদস্থ চাকুরীজীবী’কে টার্গেট করে ফেসবুক, মেসেঞ্জার, টিকটক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আইডি ব্যবহার করে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মোবাইল নাম্বার সংগ্রহ করেন এবং তাদের সাথে সুসম্পর্ক করার মাধ্যমে যোগাযোগ করে রাজধানীর গুলশান, বারিধারা, বনানী এবং কক্সবাজার এর বিভিন্ন অভিজাত হোটেলে নিয়ে এসে তাদের সাথে সম্পর্ক করে তাদের সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে অঢেল টাকা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভূক্তভোগী জানান, প্রথমে তাদেরকে বিভিন্ন ছলে তার স্পা সেন্টার ও গ্রামের বাড়িতে নিয়ে আসেন এবং তার সহযোগী চক্র মোবাইল ফোনের অশালীন ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে টাকা দাবি করেন।

তখন তারা যদি অস্বীকার করে তাদের উপরে চালানো হয় শারীরিক মানসিক নির্যাতন।  জানা যায়, এক ভুক্তভোগী বলেন আমাকে প্রেমের ফাঁদে ফেলে, সে গুলশানের একটি বাড়িতে নিয়ে এসে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে শারমিনের জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুর থানার শান্তিরকান্দা রতনপুর গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা জানান, শারমিনের এই কৃতকর্মের কারণে তার প্রথম স্বামী তাকে তালাক দেয়। এরপর সে আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন তার একাধিক বিয়ে রয়েছে, এছাড়া শারমিন এর এলাকায়ও একটি সন্ত্রাসী গ্যাং রয়েছে, সে বিভিন্ন সময় তাদের দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। তবে তার ব্যাপারে স্থানীয় রাজনৈতিক সামাজিক ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেনো নীরব এনিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তাই সুশীল সমাজ এই ভয়ংকর চক্র থেকে সমাজকে মুক্ত করার দাবি জানায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সহযোগিতার মাধ্যমে তাকে আইনের আওতায় আনার দাবি জানান।

তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জানতে আফরোজা আক্তার শারমিনের সাথে কথা বলতে গণমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে কথোপকথন হয় এবং কথোপকথন এর সময় আফরোজাকে তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে মতামত জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে কে বা কারা অভিযোগ করেছে সেটা আমার জানা নাই। গুলশানে স্পা সেন্টারে যাওয়ার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে ফোন কেটে দেন। এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরাদ হোসেন মুঠোফোনে বলেন, আফরোজা আক্তার শারমিনের ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি আমলে নেবো। ভুয়া কাবিন নামা করে আলমগীর নামে একজনের সাথে প্রতারণা করলে তিনি তার নামে ওয়ারি থানায় একটি জিডি হয় যার নং-২৬৫, তাং ৬/৬/২০২৫।

এমএসএম / এমএসএম

রাজউক যান্ত্রিক সহকারী জাকির হোসেনের দুর্নীতি- অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হলেও কতৃপক্ষ নিরব

শিক্ষার্থীদের দাবি পূরণে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

‎মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট