ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ডেমরা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভুমি মন্ত্রণালয়ে অভিযোগ


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৩-৮-২০২৫ রাত ৮:৪৩

চরম দুর্নীতি পরায়ন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন গত- ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে ডেমরা সার্কেলে যোগদান করেন। তিনি উক্ত সার্কেলে যোগদান করার পর হতেই ডেমরা ভুমি সার্কেলকে একটি দুর্নীতি স্বর্গরাজ্যে পরিনত করেছেন। সার্কেলের অধিনস্ত খিলগাঁও থানার নন্দিপাড়া, ত্রিমোহিনী,শেখের জায়গা; মানিকদিয়া,মৌজাগুলি অবস্থিত। গত- ৯০ দশকে উক্ত মৌজার অধিকাংশ ভুমিই অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত হয়। পরবর্তীতে মহানগর জরিপ মোতাবেক জমিগুলি ১/১ খতিয়ানে বাংলাদেশ সরকারের নামে রেকর্ডভূক্ত হয়। বিগত ২০১৩ সালে সরকার অর্পিত সম্পত্তি আইন বাতিল করে জমির মালিকগনকে তাহাদের জমি সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিস হইতে মহানগর জরিপ মোতাবেক নামজারী করে নেওয়ার জন্য নির্দেশনা দিলে এই সমস্ত এলাকায় ভূমি দখলবাজ, প্রতারক চক্রের সিন্ডিকেট গড়িয়া ওঠে। ইতিমধ্যে এই এলাকার উপর দিয়া ঢাকা বাইপাস সড়কটি চালু হলে প্রতারক চক্রের গ্রুপ বিভিন্ন প্রতারনার আশ্রয় নিয়া নিরীহ জনগনের সহায়-সম্পত্তি উক্ত দুর্নীতিবাজ সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেনকে বিপুল অংকের টাকা ঘুষ দিয়ে নামজারী করিয়া নিয়ে সাথে সাথেই উক্ত জমি হস্তান্তর করিতেছে। দুর্নীতিপরায়ন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন প্রতারক সিন্ডিকেটদের সাথে জমির মূল্যের ৫০% টাকা দেওয়ার চুক্তিতে নিরীহ জনগনদের জমি প্রতারকদের নামে নামজারী করিয়া কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গত- কয়েক মাস ধরিয়া উক্ত সহকারী কমিশনার ভুমি মোঃ জাকির হোসেন সারাদিন তাহার অফিসে না আসিয়া সন্ধ্যায় অফিসে এসে রাত্রি ১২টা-১টা পর্যন্ত তাহার অফিসে প্রতারক সিন্ডিকেটদের সাথে গোপন আলোচনা ও আর্থিক লেনদেন করিয়া থাকে এবং প্রতারনামূলক নামজারীর পরিকল্পনা করিয়া থাকে।যাহা ভুমি মন্ত্রণালয়ে অভিযোগ এর ভিত্তিতে জানা যায়। অবৈধ অর্থের জোরে এখনও সপদে বহাল তবিয়তে থাকিয়া বিগত স্বৈরাচারী সরকারের আমলের বেপরোয়া দুর্নীতিকেও হার মানিয়েছে। তাহার চরম দুর্নীতির কারনে খিলগাঁও থানার অন্তর্গত বিভিন্ন মৌজার জমির মালিকগন ইতিমধ্যে তাহাদের জমি-জমা হারাইয়া সর্বশান্ত হইয়া পড়িয়াছে। শুধু তাহাই নহে তাহার এই চরম দুর্নীতির কারনে ঢাকার বিভিন্ন আদালতে হাজার হাজার মামলা মোকদ্দামা সৃষ্টি হইয়া এলাকায় আইনশৃঙ্খলারও চরম অবনতি ঘটিয়াছে। ডেমরা সার্কেলের ভূমি অফিসের অন্যান্য কর্ম-কর্তাগন, কর্মচারীরা এবং নন্দিপাড়া ভূমি অফিসের কর্ম-কর্তা ও কর্মচারীরাও তাহার দুর্নীতির কারনে একেবারে অতিষ্ঠ হইয়া উঠিয়াছে।  উক্ত দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা মোঃ জাকির হোসেনের বিষয় অনুসন্ধান ও তদন্ত করিলেই তাহার চরম দুর্নীতি,অরাজকতাপূর্ন কর্মকান্ডের মাধ্যমে অর্জিত কোটি কোটি টাকার সন্ধান পাওয়া যাবে। উক্ত বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করলে বের হয়ে আসবে তাহার দুর্নীতি ও অনিয়মের পাহাড়!
 এমতবস্থায় এলাকাবাসীর পক্ষে ভুক্তভোগীরা জানান ডেমরা সার্কেলের উক্ত দুর্নীতিবাজ সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেনকে অনতিবিলম্বে ডেমরা সার্কেল হইতে প্রত্যাহার করিয়া তাহার বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহন করলে আমরা দুর্নীতি ও অরাজকতার হাত থেকে রক্ষা পেতে পারি।
 এবিষয়ে সহকারী কমিশনার ভুমি মোঃ জাকির হোসেনকে  মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

রাজউক যান্ত্রিক সহকারী জাকির হোসেনের দুর্নীতি- অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হলেও কতৃপক্ষ নিরব

শিক্ষার্থীদের দাবি পূরণে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

‎মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট