ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

জিয়া পরিষদ জীবন বীমা কর্পোরেশেনের কমিটি গঠন নিয়ে সমালোচনা, বিলুপ্তির দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৪

জিয়া পরিষদ জীবন বীমা কর্পোরেশেনের নতুন কমিটি গঠনের বিষয় নিয়ে জাতীয়তাবাদী কর্মকর্তাদের মধ্যে তীব্র হতাশা ও প্রতিবাদ শুরু হয়েছে। অভিযোগ ওঠেছে, ফ্যাসিস্ট সরকারের সমর্থক ও আওয়ামী লীগের দুই নেতাকে কমিটির সভাপতি ও সম্পাদক পদে অন্তর্ভুক্ত করার ফলে জীবন বীমা কর্পোরেশেনসহ বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন সমালোচনার মুখে পড়েছে।

জীবন বীমা কর্পোরেশেনের শতাধিক জাতীয়তাবাদী কর্মকর্তা এতে তাদের ক্ষোভ প্রকাশ করে জিয়া পরিষদের মহাসচিব, বিএনপির মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, গত ১৩ জানুয়ারি ৯৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়, যেখানে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মো. লিয়াকত আলী খান ও মো. মাসুদুর রহমানকে সভাপতি ও সম্পাদক করা হয়েছে, যাদেরকে ‘ফ্যাসিস্ট হাসিনার দোসর’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয়তাবাদী আদর্শের প্রতি বিশ্বাসী কর্মকর্তাদের অংশগ্রহণে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায়, দুই কর্মকর্তার ইচ্ছায় ক্ষমতার অপব্যবহার করে গোপনে কমিটি গঠনের ফলে ৪০ কর্মকর্তা স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ান। পরে ১০৬ কর্মকর্তা গণসাক্ষর করে কমিটি বাতিল করে পুনঃগঠনের দাবি জানিয়ে অভিযোগ করেন।

ঢাকা রিজিওনাল অফিসের অনেক কর্মকর্তার মত, মহান স্বাধীনতা ঘোষক ও গণতন্ত্রপ্রণেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটিতে ফ্যাসিস্ট তথা আওয়ামী লীগের নেতাদের অন্তর্ভুক্তি অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে কমিটি বিলুপ্তি এবং শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পাওয়ার পর তদন্ত করে দেখা গেছে, কমিটিতে ফ্যাসিস্ট সরকারের সমর্থক কয়েকজন কর্মকর্তা রয়েছেন। সব কিছু বিবেচনা করে ২২ তারিখে কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনে যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে এবং তা সময় সাপেক্ষ।”

এমএসএম / এমএসএম

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল