অভয়নগরে বিএনপির সমাবেশে পদবঞ্চিত তরুণদের ঢল
যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারুণ্যের সমাবেশ উপলক্ষে এদিন দুপুর থেকে ব্যানার, ফেস্টুন, মাথায় ফিতা বেঁধে ও দলীয় পতাকা হাতে ও মিছিল আসতে শুরু করে। বিকাল সাড়ে ৫ টার মধ্যে দলীয় নেতাকর্মী ও পদবঞ্চিতের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
অভয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ ওরফে ভিপি হারুনের সভাপতিত্বে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা মশিয়ার রহমান মশি। প্রধান বক্তা ছিলেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি সেলিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, মোহাম্মদ আলী মোল্যা, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি জিএম বাচ্চু, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সাংগঠনিকসম্পাদক আবুল কাশেম,উপজেলা ছাএদলের সুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান (মামুন), ইউনিয়ন ছাএদলের সাবেক সহ- সভাপতি সজল আহমেদ, বিএনপি নেতা মেজবাউর রহমান বেগ, জহির রায়হান, যুবদল নেতা সম্রাট, হোসেন, ছাত্র নেতা শাহ্ মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরে বিএনপি ও সহযোগি সংগঠনের যেসব নেতকর্মী রাজপথে ছিল তাদেরকে বাদ দিয়ে অভনগরের বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীর সংখ্যা খুবই কম। তাছাড়া সুবিধাভোগী কয়েক নেতা দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা লিপ্ত হয়েছে। তাদেরকে হুঁশিয়ারী দিয়ে বক্তারা আরো বলেন, মেরুদ-হীন অভয়নগর ও নওয়াপাড়া পৌর বিএনপির কমিটি পুনরায় গঠন করতে হবে। যাতে আগামী সকল নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিত নেতারা দলীয় মনোনয়ন পেয়ে জয়ী হতে পারে সেদিকে নজর রাখার জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তারা। একই সঙ্গে মিথ্যা মামলা থেকে আকরাম আক্তার কোরায়েশী পাপ্পু ও মাসুদ পারভেজ সাথীর নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি র্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম
প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
Link Copied