ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

অভয়নগরে বিএনপির সমাবেশে পদবঞ্চিত তরুণদের ঢল


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১২:৪৩
যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারুণ্যের সমাবেশ উপলক্ষে এদিন দুপুর থেকে ব্যানার, ফেস্টুন, মাথায় ফিতা বেঁধে ও দলীয় পতাকা হাতে ও মিছিল আসতে শুরু করে। বিকাল সাড়ে ৫ টার মধ্যে দলীয় নেতাকর্মী ও পদবঞ্চিতের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
অভয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ ওরফে ভিপি হারুনের সভাপতিত্বে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা মশিয়ার রহমান মশি। প্রধান বক্তা ছিলেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি সেলিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, মোহাম্মদ আলী মোল্যা, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি জিএম বাচ্চু, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সাংগঠনিকসম্পাদক আবুল কাশেম,উপজেলা ছাএদলের সুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান (মামুন), ইউনিয়ন ছাএদলের সাবেক সহ- সভাপতি সজল আহমেদ,  বিএনপি নেতা মেজবাউর রহমান বেগ, জহির রায়হান, যুবদল নেতা সম্রাট, হোসেন, ছাত্র নেতা শাহ্ মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরে বিএনপি ও সহযোগি সংগঠনের যেসব নেতকর্মী রাজপথে ছিল তাদেরকে বাদ দিয়ে অভনগরের বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীর সংখ্যা খুবই কম। তাছাড়া সুবিধাভোগী কয়েক নেতা দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা লিপ্ত হয়েছে। তাদেরকে হুঁশিয়ারী দিয়ে বক্তারা আরো বলেন, মেরুদ-হীন অভয়নগর ও নওয়াপাড়া পৌর বিএনপির কমিটি পুনরায় গঠন করতে হবে। যাতে আগামী সকল নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিত নেতারা দলীয় মনোনয়ন পেয়ে জয়ী হতে পারে সেদিকে নজর রাখার জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তারা। একই সঙ্গে মিথ্যা মামলা থেকে আকরাম আক্তার কোরায়েশী পাপ্পু ও মাসুদ পারভেজ সাথীর নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি র‍্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।

এমএসএম / এমএসএম

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু