মধুখালীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের মধুখালী উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
সোমবার (৩০ জুন) বিকেলে মধুখালী রেলগেট, মধুবন মার্কেট ও মধুখালী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, সেগুলোর মূল উদ্দেশ্য হলো—গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, অবাধ নির্বাচন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন। এই দফাগুলো সাধারণ জনগণের কাছে তুলে ধরার মাধ্যমে তাদের সচেতন করতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, পৌর কৃষকদলের আহ্বায়ক নুরনবী মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম ইনামুল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহম্মেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
২০২৪ সালের শুরুতে বিএনপি “রাষ্ট্র মেরামতের রূপরেখা” হিসেবে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করে। এতে প্রশাসন, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন, সুশাসন, মানবাধিকার ও দুর্নীতি দমনসহ রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের প্রস্তাবনা রয়েছে। দলটি মনে করে, এসব দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।
লিফলেট হাতে পাওয়া স্থানীয় অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমে গেছে। তবে এ ধরনের স্পষ্ট কর্মসূচিভিত্তিক প্রচারণা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। কেউ কেউ আবার বলেন, কেবল লিফলেট নয়, দলগুলোর উচিত এসব দফা বাস্তবায়নের রূপরেখাও জনগণের সামনে খোলাসা করা।
নেতাকর্মীরা জানান, দেশের অন্যান্য জায়গার মতো মধুখালীতেও এই ৩১ দফা ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে আরও কর্মসূচি গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শালিখায় ২৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনায় হাতুড়ে চিকিৎসায় শিশুর মৃত্যু, অভিযানে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

মেহেরপুরের সন্তান ইমরান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপ-কমিটির সদস্য

সুরক্ষা দেয়াল না থাকায় সড়কের ধ্বস: ইউএনওর হস্তক্ষেপে চালু হলো অস্থায়ী যোগাযোগ

শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

আড়িয়াল খাঁ নদে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

গুরুদাসপুরে জ্বলন্ত লাকড়ির আঘাতে শিশুর মৃত্যু

বরগুনায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
Link Copied