ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সিংগাইরে দোকান দখলচেষ্টা: বালু ফেলে বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান, ভোগান্তিতে ব্যবসায়ীরা


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৪-৭-২০২৫ দুপুর ৩:৫৪

মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর বাজারে একটি বিরোধপূর্ণ জমির দখল নিতে রাতের আঁধারে একটি দোকানের সাটার বন্ধ করে বালু ফেলে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দোকান ভাড়া নিয়ে ব্যবসা করা ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গত ৩০ জুন গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ভুক্তভোগী দোকান মালিক প্রবাসী রবিউল ইসলাম খান মুঠোফোনে জানিয়েছেন, জমিটি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং প্রায় ২৫ বছর ধরে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা করছেন ও জমি ভোগদখল করছেন। এই জমি নিয়ে আদালতে একটি মামলাও চলমান আছে। তিনি আরও জানান, এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ, গত ৩০ জুন রাতে বিপক্ষের লোকজন দোকানের সামনে ট্রাকভর্তি বালু ফেলে দোকান বন্ধ করে দেন। ভাড়াটিয়ারা বালু সরানোর কথা বললে মনির সরদার ক্ষতি করার হুমকি দেন। এই হয়রানির সুষ্ঠু বিচার ও সমাধান চেয়েছেন তিনি।

রবিউলের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামী প্রবাসে থাকায় তিনি বাদী হয়ে শান্তিপুর তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছেন, কিন্তু পুলিশ কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি।

ভুক্তভোগী ভাড়াটিয়া ব্যবসায়ীরা বলেন, তারা রবিউল ইসলামের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই মনির সরদার তাদের দোকান ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। মঙ্গলবার সকালে দোকানে এসে তারা দেখেন, রাতের আঁধারে বালু ফেলে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দোকানের ভেতরে প্রয়োজনীয় ও মূল্যবান মালামাল আটকা পড়েছে, যা তারা বের করতে পারছেন না। তারা এই জোর করে রাস্তা বন্ধ করে ব্যবসা দখলের চেষ্টা মেনে না নেওয়ার কথা জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত মনির সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তার শাশুড়ি রহিমা বেগম বালু ফেলার বিষয়টি স্বীকার করে বলেছেন, "জমিটি আমাদের। রবিউল আওয়ামী লীগের ক্ষমতার দাপটে এতদিন জবরদখল করে রেখেছিল। এখন আমরা আমাদের জমি দখলে নেব। জমি নিয়ে আদালতে মামলা হয়েছে। আদালত যে রায় দেবেন, আমরা সেটাই মেনে নেব।"

এই ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ এবং আদালতে মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাসুদেব সিনহা বলেছেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং বালু সরিয়ে নিতে বলা হয়েছিল। পরে জানতে পারেন, এখনো বালু সরানো হয়নি। তিনি জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু