সীতাকুণ্ড প্রেস ক্লাবে জলবায়ু পরিবর্তন নিয়ে ‘উই ক্যান কক্সবাজার’র মিডিয়া ডায়ালগ
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে উপকূলের কৃষি, পরিবেশ, প্রাণীকুল, জনস্বাস্থ্য ও জনজীবনে কেমন প্রভাব পড়ছে সে বিষয়ে একটি মিডিয়া ডায়ালগ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উই ক্যান কক্সবাজার। এই ডায়ালগের মূল বিষয় ছিল 'প্রেক্ষাপট বাংলাদেশ'।
শুক্রবার (৪ জুলাই) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে 'ক্লিন এয়ার ও রিনিউয়েল এনার্জি' শিরোনামের এই ডায়ালগ অনুষ্ঠিত হয়। মূল সেশনটি পরিচালনা করেন উই ক্যান কক্সবাজার-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওমর ফারুক। সহযোগী হিসেবে ছিলেন চট্টগ্রাম সমন্বয়ক ইফতিয়াজ উদ্দিন ইফতি, ট্রেজারার শেখ ওয়াহিদা রহমান ঐশী এবং সংগঠনের সদস্যবৃন্দ।
ইফতিয়াজ ইফতির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিএসসি, আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল, ইলিয়াছ ভূঁইয়া, ফারহান সিদ্দিক, হাকিম মোল্লা সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
সংগঠনের নির্বাহী পরিচালক ওমর ফারুক তার বক্তব্যে সংগঠনের কার্যক্রম ও সীতাকুণ্ড নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সীতাকুণ্ডের মানুষ স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছে এবং এখানকার বাসিন্দারা দিনদিন উদ্বাস্তু হয়ে যাচ্ছে। কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং বিদ্যুৎ বিভ্রাটও ঘটছে। তিনি জানান, তারা জনসাধারণকে সচেতন করার পাশাপাশি সাংবাদিকদের নিয়ে কাজ করবেন এবং বিভিন্ন কর্মসূচির পাশাপাশি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশে নানা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। একই সাথে কিভাবে সীতাকুণ্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা যায় তা নিয়েও কাজ করবেন। পরিবেশ রক্ষায় পাহাড় কাটা, বালু উত্তোলন বন্ধ এবং বন ধ্বংসের মতো কর্মকাণ্ড কারা করছে তার তালিকা করে তারা সরকারকে সহযোগিতা করবেন বলেও জানান। এক্ষেত্রে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা জরুরি বলে তিনি মনে করেন।
সাংবাদিকরা মুক্ত আলোচনায় জানান, সীতাকুণ্ডে কোনো বর্জ্য ব্যবস্থাপনা নেই। আগের মতোই পরিবেশ দূষণ করে মহাসড়কের পাশে ডাম্পিং রাখা হয়েছে, যা কৃষির পাশাপাশি জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে। এছাড়াও জাহাজ ভাঙা শিল্প সীতাকুণ্ডের জন্য একসময় অভিশাপ ছিল, তবে এখন ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে।
তারা আরও জানান, উপকূলে এখন আর সবজি চাষ হচ্ছে না কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে চাষাবাদ কমছে এবং বেড়িবাঁধ এলাকায় জমির লবণাক্ততা অনেক বেড়ে গেছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে নিম্ন এলাকা ডুবে যাচ্ছে এবং কৃষক বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষি ছেড়ে দিচ্ছে। অনেকে সরকারি প্রকল্পে বাপ-দাদার ভিটা দিয়ে নিজেরা উদ্বাস্তু হয়ে যাচ্ছে। এখানে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে এবং নদী ভাঙন হচ্ছে। তাদের অভিযোগ, কিছু রাঘববোয়াল অপ-সাংবাদিকের সহযোগিতায় বন্য প্রাণী, উপকূলীয় বন, সরকারি জমি, পাহাড় ও সমুদ্র সব শেষ করে দিচ্ছে। জিপিএইচ ইস্পাতের দূষণে সেখানকার নারীর গর্ভ ক্ষমতা হারাচ্ছে বলেও তারা উল্লেখ করেন। প্রতিবার বন্যা হওয়া, অনাবৃষ্টি, গাছপালা নিধন, বনায়ন ধ্বংস, অতিগরম, অসময়ে শীত ও বৃষ্টি সবই জলবায়ু পরিবর্তনের প্রভাবে হচ্ছে। কলা, ডাবসহ অনেক দেশী ফল এখন বিলুপ্তপ্রায়। তারা মনে করেন, আগামীর প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী দিতে হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তৈরি হতে হবে।
অনুষ্ঠানে সীতাকুণ্ড প্রেস ক্লাবের ১০ জন সাংবাদিককে জলবায়ু পরিবর্তন বিষয়ক সাংবাদিকতায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত
বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই
রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের মতবিনিময় সভা
শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সাবেক এমপি মোস্তফা কামাল পাশাকে মনোনয়নের দাবিতে মতবিনিময় সভা
কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
কুমিল্লা-৯ আসনের ধানের শীষে প্রার্থী আবুল কালামের নির্বাচনী গণসংযোগ