হাটহাজারীতে মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আজ শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাটহাজারী পৌরসভার ফটিকাস্থ কড়িয়ার দিঘীর পাড়ে ফলক উন্মোচন করে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপস্থিত সকলের উদ্দেশ্যে ধর্মবিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, "মসজিদের মাধ্যমে আমরা নৈতিকতা, মূল্যবোধ, সুন্নত ছড়িয়ে দিতে চাই। বেদাত থেকে সমাজকে রক্ষা করতে চাই। যত বেশি মসজিদ হবে মানুষ ততবেশি নামাজি হবে, নামাজির সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা মসজিদ করে দিচ্ছি আপনাদের দায়িত্ব হলো মসজিদকে আবাদ রাখা।"
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, প্রকল্প পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর) মো. শহিদুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গঠিত মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্রের জমি নির্বাচন সংক্রান্ত কমিটির দুই সদস্য: অতিরিক্ত সচিব, (উন্নয়ন), ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মুঃ আঃ আউয়াল হাওলাদার ও মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ), ইসলামিক ফাউন্ডেশন আঃ ছালাম খান এবং উপ-প্রকল্প পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমী। ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ।
জানা গেছে, প্রায় ১১ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে জেলা গণপূর্ত বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। তিনতলা বিশিষ্ট এই মডেল মসজিদে পুরুষ মুসল্লি ছাড়াও মহিলাদের নামাজের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, ১০তলা উঁচু মিনার, সম্মেলন কক্ষ, হিফজখানা/মক্তব, ইসলামিক ফাউন্ডেশন অফিস, লাশ ধোয়ার ব্যবস্থা, প্রতিবন্ধীদের নামাজ ব্যবস্থা, বিশাল শাহান, সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামি বই বিক্রির সুভেনির শপ, অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিন/খাদেম থাকার কক্ষ, ইসলামি গবেষণা কেন্দ্রসহ নানা সুবিধা থাকবে। একইসঙ্গে এটি ইসলামী সংস্কৃতি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত
