হাটহাজারীতে মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আজ শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাটহাজারী পৌরসভার ফটিকাস্থ কড়িয়ার দিঘীর পাড়ে ফলক উন্মোচন করে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপস্থিত সকলের উদ্দেশ্যে ধর্মবিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, "মসজিদের মাধ্যমে আমরা নৈতিকতা, মূল্যবোধ, সুন্নত ছড়িয়ে দিতে চাই। বেদাত থেকে সমাজকে রক্ষা করতে চাই। যত বেশি মসজিদ হবে মানুষ ততবেশি নামাজি হবে, নামাজির সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা মসজিদ করে দিচ্ছি আপনাদের দায়িত্ব হলো মসজিদকে আবাদ রাখা।"
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, প্রকল্প পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর) মো. শহিদুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গঠিত মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্রের জমি নির্বাচন সংক্রান্ত কমিটির দুই সদস্য: অতিরিক্ত সচিব, (উন্নয়ন), ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মুঃ আঃ আউয়াল হাওলাদার ও মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ), ইসলামিক ফাউন্ডেশন আঃ ছালাম খান এবং উপ-প্রকল্প পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমী। ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ।
জানা গেছে, প্রায় ১১ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে জেলা গণপূর্ত বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। তিনতলা বিশিষ্ট এই মডেল মসজিদে পুরুষ মুসল্লি ছাড়াও মহিলাদের নামাজের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, ১০তলা উঁচু মিনার, সম্মেলন কক্ষ, হিফজখানা/মক্তব, ইসলামিক ফাউন্ডেশন অফিস, লাশ ধোয়ার ব্যবস্থা, প্রতিবন্ধীদের নামাজ ব্যবস্থা, বিশাল শাহান, সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামি বই বিক্রির সুভেনির শপ, অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিন/খাদেম থাকার কক্ষ, ইসলামি গবেষণা কেন্দ্রসহ নানা সুবিধা থাকবে। একইসঙ্গে এটি ইসলামী সংস্কৃতি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এমএসএম / এমএসএম
সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ
নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫
গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন
ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ
মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালী ও আলোচনা
রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা
চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী