তিতাস-বুড়ি-মেঘনার মোহনায় ‘নবীনগরনামা’র উদ্যোগে পোনা মাছ অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ব্যতিক্রমী ও অনন্য উদ্যোগে তিতাস, বুড়ি ও মেঘনার মোহনায় প্রায় তিন মণ দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জনপ্রিয় সামাজিক সংগঠন ‘নবীনগরনামা (HELPLINE NABINAGAR)’-এর ব্যবস্থাপনায় এই উদ্যোগ বাস্তবায়িত হয় শনিবার (৫ জুলাই)।
‘যেথায় থাকিস ফিরিস তোরা এই তিতাসের তীরে, সেথায় আমার নাড়ির টান প্রাণের নবীনগরে’—এই আবেগঘন স্লোগানকে সামনে রেখে আহমেদ গার্ডেন সিটির ফেরিঘাট এলাকায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা নদী রক্ষা, নদী দূষণ রোধ, রিং জাল ও বৈদ্যুতিক শক ব্যবহার বন্ধসহ টেকসই মৎস্যচাষ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগরের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী ও সর্বস্তরের মানুষ। তাঁরা এই আয়োজনকে নবীনগরের ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেন।
আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক আশরাফুল হক, সভাপতি ও সিনিয়র অ্যাডমিন আলমগীর হোসেন, সিনিয়র অ্যাডমিন ও সংগঠনের ভবিষ্যৎ কর্ণধার সোহেল তানভীর, খলিল উল্লাহ, সম্রাট শাহজাহান, জুয়েল মৃধা, বইমজুর স্বপন মিয়া, নবীনগর মডেল প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন, সাংবাদিক মাহবুব মোর্শেদ, সোহেল রানা, ফজলে রাব্বি পাপ্পু, আমির হামজা প্রমুখ।
এ সময় নদীর পাড়ে জড়ো হওয়া সাধারণ মানুষের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে ৮২ বছর বয়সী স্থানীয় বাসিন্দা শাহ আলম মিয়া বলেন, "জন্মের পর এই প্রথম এত বড় মাছ ছাড়ার আয়োজন দেখলাম। সরকারিরা তো আসে ছবি তোলে, চলে যায়। কিন্তু এই সংগঠন যা করল, তাতে বাজারে মাছের দাম কমবে, আমরা ভালো থাকব।"
উল্লেখযোগ্যভাবে, এই উদ্যোগের পেছনে প্রধান ভূমিকা পালন করেছেন প্রবাসী জনাব রুবেল মিয়া। তাঁর আর্থিক সহায়তায় এবং সকল প্রবাসীদের আন্তরিক প্রচেষ্টায় এই কর্মসূচি সফল হয়েছে। আয়োজন শেষে প্রবাসীদের জন্য দোয়া এবং ভবিষ্যতে তাদের আরও সম্পৃক্ততার আশাবাদ ব্যক্ত করা হয়।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শুধু নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নয়, বরং মৎস্যজীবীদের জীবিকা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম

আওয়ামী লীগের আস্থাভাজন এখন বিএনপি সভাপতি প্রার্থী

আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু

ভূরুঙ্গামারীতে দুই মাদক সেবনকারীকে জেল ও জরিমানা ভ্রাম্যমান আদালতের

বরগুনায় সওজ’র সাত দফা দাবিতে মানববন্ধন ও কর্মবিরোতী

কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সিংড়ায় অনলাইন জুয়ায় বিরোধে প্রান গেলো ব্যবসায়ীর

মোহনগঞ্জ পাইলট সরকারি স্কুলের কম্পিউটার অপারেটর মাসুমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

'জুলাই বিপ্লব' শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে, শহীদরাই আজকের মহানায়ক: মাহমুদুর রহমান

৫ হাজার টাকা চাদাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট থানায় মামলা দায়ের

বিয়ে বাড়িতে হামলা, আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
