ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ইসলামী ঐক্যের জন্য জামায়াত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত: রফিকুল ইসলাম খান


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৪:৩২

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঘরানার রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের ঐতিহাসিক টিটু মিলনায়তনে বগুড়া জেলা ও মহানগর উলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত বিশাল উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, "ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতেই জামায়াত পূর্বঘোষিত যেকোনো আসনের প্রার্থী প্রত্যাহার করতে প্রস্তুত। বৃহত্তর ঐক্যই আমাদের লক্ষ্য।" তিনি আরও বলেন, "জুলাই বিপ্লবের পর একটি মহল নিজেদের দেশের অঘোষিত মালিক ভাবছে। প্রশাসনের একটি অংশ পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে। এভাবে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের পূর্বে প্রশাসনে আমূল পরিবর্তন ও স্থানীয় সরকার নির্বাচন অনিবার্য।"

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, "জোর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হলে আলেম সমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।"

তিনি দাবি করেন, "জেলখানায় বন্দী অবস্থাতেই আলেম সমাজ ঐক্যের বীজ বপন করেছে। এবার নির্বাচনে তার বাস্তব রূপ জাতি দেখবে। সকল ইসলামপন্থীদের জন্য ব্যালট বাক্স হবে একটি।"

উলামা সমাজের উদ্দেশ্যে রফিকুল ইসলাম বলেন, "প্রতিটি মসজিদকে দাওয়াত ও ঐক্যের কেন্দ্র বানাতে হবে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে ইসলামই একমাত্র বিকল্প। ইসলামী শাসনই দিতে পারে কাঙ্খিত শান্তি।" তিনি শেখ হাসিনার সরকারকে "ফ্যাসিবাদী" আখ্যা দিয়ে অভিযোগ করেন, "জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচার নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় জড়িত বিচারক, আইনজীবী, সাক্ষীদের বিচার করতে হবে।"

উলামা মাশায়েখ পরিষদ বগুড়া মহানগর শাখার সভাপতি আলহাজ মাওলানা আলমগীর হুসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়েখ মাওলানা যাইনুল আবেদীন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. মাওলানা আব্দুস সামাদ, কেন্দ্রিয় উলামা বিভাগের সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী, জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জামিল মাদ্রাসার মুঈনে মুহতামিম মুফতি মাওলানা আতাউল্লাহ নিজামী, কারবালা মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা কাজী ফজলুল করিম রাজু, ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা আ.ন.ম মামুনুর রশীদ, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, খেলাফত মজলিশের নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানী, উলামা মাশায়েখ পরিষদ বগুড়া জেলা সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন। এছাড়াও স্থানীয় আলেম-উলামাগণ সম্মেলনে বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ