নবীনগরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় প্রকল্প অনুমোদন: ড. সালেহউদ্দিন আহমেদ

নবীনগরসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, "নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক প্রশস্তকরণসহ ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর-বাঞ্ছারামপুর হয়ে ঢাকাগামী একটি যোগাযোগ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে।"
শনিবার (৫ জুলাই) দুপুরে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সঞ্চয়পত্রের মুনাফার হার প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, মুনাফার হার অতিরিক্ত বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, এতে ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দেবে। তাই এ বিষয়ে ভারসাম্য রেখে সিদ্ধান্ত নিতে হবে।
ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "খারাপ অবস্থা থেকে বের করে আনতে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। ইসলামী ব্যাংক তার একটি উদাহরণ, যেখানে জনগণের আস্থা ফিরতে শুরু করেছে।" তিনি আরও জানান, অন্য ব্যাংকগুলোর জন্য 'ব্যাংক রেজোলিউশন অ্যাক্ট' প্রণয়ন করা হয়েছে এবং এই আইনের প্রথম শর্তই হলো, আমানতকারীদের টাকা সরকার ফেরত দেবে—এ বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ, তবে কিছু সময় লাগতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, সমস্যা সমাধানে এনবিআরের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে।
বিদেশি বিনিয়োগ সহজ করতে সরকারি ছাড়পত্র প্রদানের প্রক্রিয়া কেন্দ্রীয়করণ করা হচ্ছে, যাতে একজন উদ্যোক্তাকে একাধিক দপ্তরে ছুটতে না হয় বলে জানান অর্থ উপদেষ্টা।
এ সময় তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে স্বাস্থ্যসচেতায় ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

আওয়ামী লীগের আস্থাভাজন এখন বিএনপি সভাপতি প্রার্থী

আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু

ভূরুঙ্গামারীতে দুই মাদক সেবনকারীকে জেল ও জরিমানা ভ্রাম্যমান আদালতের

বরগুনায় সওজ’র সাত দফা দাবিতে মানববন্ধন ও কর্মবিরোতী

কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সিংড়ায় অনলাইন জুয়ায় বিরোধে প্রান গেলো ব্যবসায়ীর

মোহনগঞ্জ পাইলট সরকারি স্কুলের কম্পিউটার অপারেটর মাসুমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

'জুলাই বিপ্লব' শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে, শহীদরাই আজকের মহানায়ক: মাহমুদুর রহমান

৫ হাজার টাকা চাদাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট থানায় মামলা দায়ের
