ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

যানজটে অতিষ্ঠ হাটহাজারীবাসী


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ৯:৩১

চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ডের তীব্র যানজটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামের অক্সিজেন ও উত্তরের নাজিরহাট-ফটিকছড়ি পর্যন্ত দ্রুত পৌঁছানো গেলেও, বাসস্ট্যান্ড হয়ে বাজার পার হতে সময় লাগছে কয়েক গুণ বেশি। যানজটের সারি প্রায়শই আজিমপাড়া এবং হাটহাজারী মাদ্রাসার সামনে পর্যন্ত পৌঁছে যায়। ট্রাফিক পুলিশ উপস্থিত থাকলেও যানজট নিয়ন্ত্রণে আসছে না।

যানজটের প্রধান কারণ হিসেবে ব্যাটারিচালিত রিকশা ও অতিরিক্ত সিএনজি অটোরিকশাকে দায়ী করছেন প্রশাসন ও সাধারণ মানুষ। কিছুদিন আগেও পৌরসভা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল সীমিত থাকলেও, বর্তমানে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে তাদের দৌরাত্ম্য বেড়েছে। তারা যত্রতত্র পার্কিং করছে এবং ইউটার্নের মতো নতুন ট্রাফিক ব্যবস্থাও মানছে না, যা দুর্ঘটনা ও যানজট আরও বাড়াচ্ছে।

এছাড়াও, সড়কের দুপাশে অবৈধ ভাসমান দোকান ও বাজারের বিস্তার যানজটের আরেকটি বড় কারণ। ফুটপাত দখল হওয়ায় পথচারীরা বাধ্য হয়ে সড়ক দিয়ে চলছেন, যা যানবাহনের সঙ্গে ছোটখাটো সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে। মুদির দোকান, গ্যারেজ, হোটেল ও স্টিল ফার্নিচারের দোকানের মালামাল ফুটপাতে রাখায় পথচারীদের চলাচল আরও কঠিন হচ্ছে। উপজেলা প্রশাসন অভিযান চালালেও, নামমাত্র জরিমানা আদায় করায় এর কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।

বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে মহাসড়ক দখল করে সিএনজি চালিত অটোরিকশার অবৈধ পার্কিং যানজটকে তীব্র আকার দিয়েছে। ট্রাফিক পুলিশ মৌখিকভাবে বা বাঁশি বাজিয়ে বাধা দিলেও চালকরা কর্ণপাত করছেন না। একইসাথে বাসস্ট্যান্ড থেকে শহরের উদ্দেশ্যে বের হওয়া বাস-মিনিবাসও যানজটের জন্য দায়ী, কারণ তারা নির্ধারিত সময়ের বাইরেও সড়কে দাঁড়িয়ে যাত্রী তোলে।

হাটহাজারী-রাঙামাটি সড়কে ভাসমান দোকানের সংখ্যা কম হলেও, আধুনিক হাসপাতাল ও ছিদ্দিক মার্কেট থেকে উত্তরদিকে বিভিন্ন সিএনজি অটোরিকশা, টেম্পো, জীপ, চাঁদের গাড়ি সড়ক দখল করে রাখে। নিজস্ব পার্কিংয়ের জায়গার অভাবকে অজুহাত হিসেবে ব্যবহার করে এই দখল দীর্ঘ দিন ধরে বিদ্যমান। এছাড়া, সিএনজি গ্যাস পাম্প এবং পেট্রোল পাম্পের আশেপাশে বিপরীতমুখী সিএনজি'র অবস্থানও যানজটের অন্যতম কারণ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যানজটের বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এমএসএম / এমএসএম

সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ

নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫

‎গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ

মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা

রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা

চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী

হাতের ইশারায় বাবলাকে চিহ্নিত করে দেয়া ব্যক্তিটা কে ?