ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে মিরসরাইয়ে সমাবেশ অনুষ্ঠিত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২৫ বিকাল ৫:৭

মিথ্যা, অবিচার ও স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মিরসরাই উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম। সমাবেশে বক্তব্য প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা এমদাদুল হক সায়ীফ এবং আল্লামা শেখ নঈমুদ্দীন।

এছাড়াও বক্তব্য রাখেন নাফিজ মোবারক, আল্লামা বোরহান উদ্দিন, সিরাজ মিয়াজী, আব্দুর রহমান সুমন, নাসির উদ্দিন, রোকশানা আক্তার, সাইদুল ইসলাম সজিব, শরীফুল আলম, ছাইফুর রহমান আজাদ, হানিফ মিয়া, আক্তারুজ্জামান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান এবং শামিম শাহ।

সমাবেশে শতাধিক ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন এবং ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ জনসাধারণ অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ বলেন, "দশই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত হিসেবে উল্লেখ করা যায়। প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহু-এর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা, তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম।"

তারা আরও বলেন, "এই শাহাদাত মোয়াবিয়া-এজিদ চক্রের উমাইয়া গোত্রবাদী স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের ধ্বংসাত্মক গ্রাস থেকে সব মানুষের নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা এবং মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত রক্ষার মহান শাহাদাত।"

নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, "এই শাহাদাতের দিশা হারিয়ে ফেলা ঈমান, দ্বীন, স্বাধীনতা ও অধিকার হারিয়ে ফেলার শামিল। এই শাহাদাতের লক্ষ্য বাস্তবায়নেই দ্বীন, মিল্লাত ও মানবতার অস্তিত্ব, মুক্তি এবং বিজয় নিহিত।" তারা আরও বলেন, "বাতিল মত-পথ-মুলুকিয়তের সহযোগী হয়ে এবং লক্ষ্যহীন নিছক আনুষ্ঠানিকতায় এই শাহাদাত দিবস পালনের সার্থকতা নেই।"

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ইসলামের অস্তিত্বের এই ঈমানী শাহাদাত নিয়ে বাতিল শিয়াবাদের বিকৃতি ও ধোঁকা এবং মোয়াবিয়া-এজিদপন্থী বাতিল খারেজিদের বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১

নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩

মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম

সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন

আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা

জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান

শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা

ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত

নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ

ঈশ্বরদীতে নেসকো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদসভা ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত