ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

রাস্তাঘাটের নামে নরকযাত্রা: খোঁড়াখুঁড়িতে বিধ্বস্ত ঢাকা, সিটি কর্পোরেশন নির্বিকার


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ১২:৩৭

ঢাকার রাস্তাঘাট এখন আর শুধু যাতায়াতের পথ নয়—এগুলো যেন এক মৃত্যুফাঁদে রূপ নিয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত এলাকাগুলোতে রাস্তাঘাটের এমন বেহাল অবস্থা যে, প্রতিটি পা ফেলাই যেন ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া। একদিকে চলছে অবিরাম খোঁড়াখুঁড়ি, অন্যদিকে কাদামাটি আর নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে প্রতিটি গলি এখন বিপদসংকুল ময়দানে পরিণত হয়েছে। অথচ এসবের খোঁজখবর নিতে সিটি কর্পোরেশনের যেন কোনো মাথাব্যথাই নেই।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলি—প্রতিটি স্থানেই চলছে ‘উন্নয়ন’ নামের অপারেশন। কিন্তু উন্নয়ন কীভাবে জনদুর্ভোগে রূপ নেয়, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে এই খোঁড়াখুঁড়ির কার্যক্রম। রাস্তা খুঁড়ে ফেলা হয়েছে, কিন্তু শেষ করা হয়নি। মাটি ফেলে রাখা হচ্ছে, কিন্তু সরানো হয়নি। বৃষ্টিতে কাদা জমছে, অথচ কোনো নিষ্কাশনের ব্যবস্থা নেই। ফলে শহরের বহু অংশ এখন হাঁটুজল আর হাড়ভাঙা কাদার রাজত্বে পরিণত হয়েছে। এক পথচারী বাসিন্দা অভিযোগ করে বলেন, "একটা রাস্তা কাটে, দুই মাস কাজ বন্ধ থাকে। মানুষ পড়ে আহত হয়, যানজট লেগে থাকে। এটা কি উন্নয়ন, না দুর্ভোগের ষড়যন্ত্র?"

একাধিক জায়গায় একসঙ্গে রাস্তা খোঁড়া হচ্ছে—কোনো পূর্বঘোষণা নেই, কোনো বিকল্প পথও নেই। স্কুলগামী শিশু, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, কর্মজীবী মানুষ—সবাই প্রতিদিন এক ভয়ংকর যুদ্ধ করে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, "এই রকম অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি শুধু জনদুর্ভোগই বাড়ায় না, রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও ডেকে আনে।" অথচ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল বিবৃতি নেই, কোথাও নেই প্রকল্প সমন্বয়ের ছিটেফোঁটা চিহ্ন।

সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মাঝে মাঝে কিছু নির্দিষ্ট স্থানে গিয়ে ছবি তুলে, হালকা হস্তক্ষেপ দেখিয়ে ফের অফিসে ফিরে যান। অথচ বাস্তবতা হলো, খুঁড়ে রাখা রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। ড্রেন খোলা রেখে ফেলে দেওয়া হচ্ছে, শিশুরা তাতে পড়ে আহত হচ্ছে। কর্মরত শ্রমিকের অভাব এবং দিনের পর দিন কাজ বন্ধ থাকায় মনে হচ্ছে প্রশাসন যেন ঘুমিয়ে আছে—আর নগরবাসী যন্ত্রণায় পুড়ছে।

একজন বৃদ্ধ পথচারী চান মিয়া কাঁদতে কাঁদতে বলেন, "হাঁটার রাস্তাও নাই, ডান পাশে কাদা, বাম পাশে খাল! প্রতিদিনই পা পিছলে মানুষ পড়ে যাচ্ছে। এত খোঁড়াখুঁড়ি করে কী লাভ যদি শেষই না করে?" একজন মা অভিযোগ করে বলেন, "স্কুলের বাচ্চা কোলে নিয়ে হাঁটছি—খেয়াল না রাখলে হয়তো গর্তে পড়ে যাবে। আমরা কি মানুষ নই?"

নগরের প্রাণ শুকিয়ে যাচ্ছে, সেবার নামে চলছে নীরব অত্যাচার। রাস্তার এই বেহাল দশা শুধু দৈনন্দিন চলাচলের সমস্যা নয়, এটি একটি স্বাস্থ্যঝুঁকি, জীবনহানি এবং সামাজিক অস্থিরতার উৎস হয়ে উঠছে। আবর্জনা, কাদা, দুর্গন্ধ, পানিবদ্ধতা—সব মিলিয়ে মানুষের সহ্যসীমা এখন চরমে। তথ্য ও অভিযোগ মোতাবেক, এই ভোগান্তির পেছনে যে গাফিলতি, সেটি স্পষ্টভাবে সিটি কর্পোরেশনের প্রশাসনিক ব্যর্থতা।

দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণের একটাই প্রশ্ন—রাস্তাগুলো কবে ঠিক হবে? খোঁড়াখুঁড়ির কাজ কবে শেষ হবে? নাগরিক নিরাপত্তা কে নিশ্চিত করবে? যদি এইভাবে চলতে থাকে, তাহলে এই শহর আর বসবাসযোগ্য থাকবে না—পরিণত হবে এক অন্ধকার জনপদে, যেখানে উন্নয়ন মানে হবে দুর্ভোগের আরেক নাম।

উদাহরণস্বরূপ, দক্ষিণ সিটির অধীনস্থ ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগর এলাকাটি যেন এই দুর্বস্থার একটি প্রতীক। দীর্ঘদিন ধরে পরপর কয়েকটি ম্যানহোলের ঢাকনা নেই—রাস্তার মাঝখানে অরক্ষিত অবস্থায় সেগুলো পড়ে রয়েছে। দিন-রাত পথচারীরা প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। শিশুরা, বৃদ্ধরা, স্কুলগামী ছাত্রছাত্রী—কেউই নিরাপদ নয়। স্থানীয়রা বলছেন, "ম্যানহোল তো খোলা, এখন শুধু কার মৃত্যু হবে সেটা সময়ের ব্যাপার।" এই পরিস্থিতি কেবল অদক্ষতার নয়—এটি সিটি কর্পোরেশনের প্রশাসনিক উদাসীনতার এক নির্মম প্রমাণ।

এমএসএম / এমএসএম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

আড়াইহাজারে বিএনপি'র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা

ডেমরায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

জুলাই গণঅভূখ্যান দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি