ফুলছড়িতে খাদ্য-বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, লটারি স্থগিত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় খাদ্য অধিদপ্তরের আওতাধীন ‘খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে, যার প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিতব্য লটারি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
গত সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগত বন্ধু মন্ডল পূর্বঘোষিত সময় অনুযায়ী লটারি কার্যক্রম শুরু করেন। লটারিতে কালিরবাজার এলাকার জন্য আতিকুর রহমান মধু এবং হাসপাতাল মোড় এলাকার জন্য আনু মিয়ার নাম ঘোষণা করা হয়।
তবে লটারির ফলাফল ঘোষণার পরপরই উপস্থিত কিছু ডিলার এবং রাজনৈতিক নেতাকর্মী অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, নির্বাচিত একজন প্রার্থী আনু মিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ। অভিযোগকারীরা দাবি করেন, যাচাই-বাছাইয়ের নামে দলীয় প্রভাব খাটিয়ে অনেক যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, অথচ তাদের বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
যাচাই-বাছাই কমিটির সদস্যরা উপস্থিতদের অভিযোগের সন্তোষজনক উত্তর দিতে না পারায় উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও জগত বন্ধু মন্ডল কঞ্চিপাড়া, উড়িয়া ও ফজলুপুর ইউনিয়নের লটারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন।
এ বিষয়ে ফজলুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, "এখানে সুষ্ঠু কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আওয়ামী লীগপন্থী প্রার্থীদের সুবিধা দিতে তদবির করে অন্যদের বাদ দেওয়া হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও পুনরায় লটারি কার্যক্রমের দাবি জানাই।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, খাদ্য-বান্ধব কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নআয়ের মানুষের মাঝে নির্ধারিত মূল্যে চাল বিক্রির দায়িত্বে থাকেন এসব ডিলার। ফলে ডিলার নিয়োগের প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সচেতন মহল।
এমএসএম / এমএসএম
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন
রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ
নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ
মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান
চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ
এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী
শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু
তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ
যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা
নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল